leadT1ad

সরকারের সংস্কার কার্যক্রমে ইউরোপীয় ইউনিয়নের সমর্থন

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১৯: ২৬
ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে অধ্যাপক আলী রিয়াজ। পুরোনো ছবি

অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ এবং এ সংস্কারে সমর্থন রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার।

আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজের সঙ্গে বৈঠককালে এ তথ্য জানান তিনি। আজ এক তথ্যবিবরণীতে বিষয়টি জানানো হয়।

এছাড়াও আসন্ন গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সরকারের গৃহীত কার্যক্রমের প্রতি ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে সমর্থন ব্যক্ত করেন রাষ্ট্রদূত।

মাইকেল মিলার বলেন, ‘বাংলাদেশের এ নির্বাচন মনিটরিং করতে ইউরোপীয় ইউনিয়নের বড় আকারের পর্যবেক্ষক দল পাঠানোর প্রক্রিয়ায় একটি টিম ইতোমধ্যে বাংলাদেশে অবস্থান করছে।’

রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সুসম্পর্ক আগামী দিনগুলোতে অব্যাহত থাকবে।

এসময় আসন্ন গণভোটের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন অধ্যাপক আলী রীয়াজ। বাংলাদেশের গণভোট ও গণতান্ত্রিক উত্তরণে ইউরোপীয় ইউনিয়নের সমর্থনের জন্য ধন্যবাদ জানান তিনি।

Ad 300x250

সম্পর্কিত