leadT1ad

ময়মনসিংহের পথে তারেক রহমান, জামায়াতের আমির যশোরে

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

যশোরের জনসভায় জামায়াতের আমির, ময়মনসিংহের পথে তারেক রহমান

নির্বাচনী কর্মসূচিতে অংশ নিতে ময়মনসিংহের পথে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে ঢাকা থেকে ময়মনসিংহের পথে রওনা দেন। আজ বেলা আড়াইটায় ময়মনসিংহ নগরের সার্কিট হাউস ময়দানের জনসভায় তারেক রহমানের ভাষণ দেওয়ার কথা রয়েছে।

অন্যদিকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চার জেলায় আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এরইমধ্যে যশোরের ঈদগাহ ময়দানে নির্বাচনী জনসভা শেষ করেছেন জামায়াতের আমির।

ময়মনসিংহের স্থানীয় বিএনপির নেতারা জানিয়েছেন, কাল রাত থেকেই জনসমাবেশে যোগ দিতে আশপাশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন। দীর্ঘ ২২ বছর পরে তারেক রহমানের ময়মনসিংহে আগমন উপলক্ষে বিভাগজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। সোমবার দিনভর ও সন্ধ্যার পর বিভিন্ন এলাকায় তারেক রহমানকে স্বাগত জানিয়ে আনন্দমিছিল হয়েছে। তারেক রহমানের জনসভাকে জনসমুদ্রে সব প্রস্তুতি নিয়েছেন দলীয় নেতা–কর্মীরা।

সমাবেশ উপলক্ষে সোমবার দুপুরে ময়মনসিংহ প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম জানান, সর্বশেষ ২০০৪ সালে তারেক রহমান ময়মনসিংহে ইউনিয়ন প্রতিনিধিসভা করেছিলেন।

আজ বিএনপির জনসভায় বিভাগের ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা ও জামালপুরের ২৪টি সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।

অন্যদিকে জামায়াতে ইসলামী জানিয়েছে, যশোর থেকে জামায়াত আমির দুপুরে সাতক্ষীরায়, বিকেল সাড়ে ৩টায় খুলনায় এবং সর্বশেষ সন্ধ্যা সাড়ে ৬টায় বাগেরহাটে পৃথক নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন তিনি।

সাতক্ষীরার অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবনির্বাচিত ভিপি রিয়াজুল ইসলাম প্রমুখ।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত