leadT1ad

বাড্ডায় দুই বাসের মধ্যে চাপা পড়ে প্রাণ গেল ব্যাংককর্মীর

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

রাজধানীর বাড্ডা লিংক রোডে দুই বাসের মধ্যে চাপা পড়ে আবুল কাশেম আজাদ‌ (৩৫) নামে এক যুবক প্রাণ হারিয়েছেন। তিনি বেসরকারি ব্যাংক ইউসিবি’র সাপোর্ট স্টাফ ছিলেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত কাসেম চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার নেকদি গ্রামের প্রয়াত আবুল কালাম আজাদের ছেলে। তিনি রাজধানীর খিলক্ষেত এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।

কাসেমের সহকর্মী ইফতেখার হোসেন জানান, ইউসিবি ব্যাংকের খিলক্ষেত শাখার সাপোর্ট স্টাফ ছিলেন কাসেম। সন্ধ্যার দিকে বাসায় ফেরার পথে বাড্ডা লিংক রোডে রাইদা ও ভিক্টর নামে দুটি পরিবহনের বাসের মধ্যে চাপা পড়েন তিনি। দ্রুত তাঁকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

এ ঘটনায় বাস দুটি জব্দ এবং একজন চালককে আটক করা হয়েছে বলে জানান তিনি।

Ad 300x250

সম্পর্কিত