leadT1ad

পোস্টাল ব্যালট বাতিল হবে যেসব কারণে

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১৩: ১৭
পোস্টাল ব্যালট। সংগৃহীত ছবি

আগামী ১২ ফেব্রুয়ারির অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিতরণ করা পোস্টাল ব্যালট এরই মধ্যে ফিরে আসতে শুরু করেছে। এসব ব্যালটের ভোট গণনার জন্য কিছু নির্দেশনা দিয়ে রিটার্নিং কর্মকর্তাদের কাছে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা চিঠিতে পোস্টাল ব্যালট বাতিল হওয়ার কিছু কারণ উল্লেখ করা হয়েছে।

চিঠিতে বলা হয়, বৈধ ব্যালট পেপারগুলো জাতীয় সংসদের ক্ষেত্রে প্রার্থীভিত্তিক এবং গণভোটের ক্ষেত্রে ‘হ্যাঁ’ বা ‘না’ ভিত্তিক আলাদা করার পর তা গণনা করতে হবে। তবে ইস্যুকৃত পোস্টাল ব্যালটের ফেরত খামের মধ্যে ঘোষণাপত্র না থাকলে, ঘোষণাপত্রে ভোটারের সই না থাকলে সেগুলো প্রিজাইডিং অফিসার কোনো প্রার্থীর অনুকুলে গণনা করবেন না।

একইসঙ্গে একাধিক প্রতীকে টিক বা ক্রস চিহ্ন দেওয়া হলে, কোনো প্রতীকে টিক বা ক্রস চিহ্ন দেওয়া না হলে, টিক বা ক্রস চিহ্ন কোনো প্রতীকের পক্ষে দেওয়া হয়েছে তা বোঝা না গেলে, প্রবাসীর ক্ষেত্রে সংশ্লিষ্ট আসনের প্রতীকে টিক বা ক্রস চিহ্ন দেওয়া না হলে এবং ব্যালট পেপারে টিক বা ক্রস চিহ্ন ছাড়া অন্য কোন চিহ্ন দেওয়া হলেও সেগুলো বাতিল হবে বলে জানানো হয়েছে।

রিটার্নিং কর্মকর্তাদের পাঠানো চিঠিতে আরো বলা হয়, গণনার সময় উপযুক্ত কারণে ঘোষিত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট এর অবৈধ বা বাতিল ব্যালট পেপারগুলো একত্রে একটি নির্ধারিত খামে রেখে খামের উপর সংখ্যা উল্লেখ করতে হবে। এছাড়া মোট অবৈধ বা বাতিল ব্যালটের সংখ্যা ফলাফল বিবরণীর নির্ধারিত স্থানে লিপিবদ্ধ করে ফলাফল বিবরণী প্রস্তুত করতে হবে।

এদিকে ১২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৪টার মধ্যে পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তার কাছে না পৌঁছালে, তা-ও গণনার অন্তর্ভুক্ত হবে না। এছাড়া আদালতের আদেশে কোনো নির্বাচনি আসনে প্রার্থী তালিকায় পরিবর্তন ঘটলে সেই আসনের পোস্টাল ব্যালটও গণনার বাইরে থাকবে।

উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। দেশের ভেতর থেকে ভোটের দায়িত্বে নিয়োজিত সরকারি চাকরিজীবি, কয়েদী, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও প্রবাসীরা মিলে পোস্টার ব্যালটে ভোট দেওয়ার নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ভোটার।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত