স্ট্রিম সংবাদদাতা

যুবসমাজ আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে নতুন বাংলাদেশ দেখার জন্য মুখিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার আগে দেশের জনগণ যাদের হাতে নিরাপদ নয়, পরে তাদের হাতে মানুষ আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে নোয়াখালীর মাইজদী শহরের জেলা স্কুল মাঠে ১১ দলীয় ঐক্যের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির।
তিনি বলেন, যারা দেশকে ভালোবাসার প্রমাণ দিতে পেরেছে। তাদের হাতে যদি দেশ আসে তাহলে ভালোবাসার একটা দেশ তৈরি করা সম্ভব। মানুষ বুঝতে পেরেছে। তাই সারাদেশে এখন বাধ ভাঙা জোয়ার শুরু হয়েছে ন্যায় ও ইনসাফের পক্ষে।
শফিকুর রহমান বলেন, শুধু নোয়াখালী নয়, সারা বাংলায় আমি যেখানে যাচ্ছি, মানুষের ভালোবাসা দেখতে পাচ্ছি। বিশেষ করে জুলাইয়ে যারা আন্দোলন করেছে, সেই যুবসমাজ মুখিয়ে আছে নতুন একটি বাংলাদেশ দেখার জন্য। তারা বুঝতে পেরেছে জুলাই চেতনার আকাঙ্ক্ষা কাদের মাধ্যম বাস্তবায়ন হবে।
তিনি বলেন, দুর্নীতিমুক্ত দেশ গড়ার লড়াই শুরু হয়েছে। আমরা সরকারি কর্মচারীদের ন্যায়সঙ্গত দাবি দরদের সঙ্গে বিবেচনায় নিয়ে পে-কমিশনকে বলব– যথাযথ রিকমেনন্ডেশন আমাদের কাছে দেন, যাতে একটি মানুষকে সরকারি চাকরি করার পরে দ্বিতীয় কোনো রুজি সন্ধান করতে না হয়। আর টেবিলের নিচে যেন হাত দিতে না হয়। এরপর যারা সততার রাস্তা ছেড়ে দেবে, সংশোধন না হলে কঠোর ব্যবস্থা নেব।
নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকারের সভাপতিত্বে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের নেতারা বক্তৃতা করেন।
ফেনী নদীতে বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি
নির্বাচনে জিতে সরকারে গেলে ভারতের সঙ্গে আলোচনা করে ফেনী নদীতে বাঁধ নির্মাণ করার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আমাদের দেশ রক্ষার অধিকার আমার। এই দায়িত্ব আমাকে নিতেই হবে। এটি ত্যাজ্য করে চলতে পারব না।
শুক্রবার (৩০ জানুয়ারি) ফেনী সরকারি পাইলট স্কুল মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির। মঞ্চে ১১ দলের নেতাদের উপস্থিতিতে তিনি ফেনীতে মেডিকেল কলেজ, বিশেষায়িত হাসপাতাল স্থাপনসহ নানা প্রতিশ্রুতি দেন।
ফেনী নদী নিয়ে কথা বলতে গিয়ে বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ শহীদ হয়েছেন মন্তব্য করেন জামায়াত আমির। তিনি বলেন, আধিপত্যের দোসররা তাঁকে সহ্য করতে পারেনি। আবরার ফাহাদের রুহকে আপনাদের কাছে রেখে গেলাম। আবরার ফাহাদকে আপনাদের কলিজায় একটু জায়গা দিয়ে রাখবেন। সে দেশের ন্যায্য প্রাপ্যতার কথা বলেছিল।
জামায়াত আমির বলেন, যে বাঁধের কারণে আপনাদের দুঃখ, সেই বাঁধ এখনো নির্মাণ হয়নি। আল্লাহ যদি আমাদের সেই সুযোগ দেন, আমরা জানি, প্রতিবেশী দেশের সঙ্গে এ ব্যাপারে একটু ব্যাপারাস্যাপার আছে। আমরা তাদের শ্রদ্ধা করি। আশা করি, তারাও আমাদের শ্রদ্ধা করবে। তাদের সঙ্গে আমরা ফলপ্রসূ আলোচনার মাধ্যমে আমরা শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করব।
তিনি বলেন, দেশের অর্থনীতিতে ফেনীর বিশেষ অবদান রয়েছে। কিন্তু জেলায় মানসম্মত একটি স্টেডিয়াম নেই। জেলা স্টেডিয়ামটিকে আন্তর্জাতিক খেলার ভেন্যু হিসেবে গড়ে তোলা হবে।

যুবসমাজ আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে নতুন বাংলাদেশ দেখার জন্য মুখিয়ে রয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার আগে দেশের জনগণ যাদের হাতে নিরাপদ নয়, পরে তাদের হাতে মানুষ আরও ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুরে নোয়াখালীর মাইজদী শহরের জেলা স্কুল মাঠে ১১ দলীয় ঐক্যের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির।
তিনি বলেন, যারা দেশকে ভালোবাসার প্রমাণ দিতে পেরেছে। তাদের হাতে যদি দেশ আসে তাহলে ভালোবাসার একটা দেশ তৈরি করা সম্ভব। মানুষ বুঝতে পেরেছে। তাই সারাদেশে এখন বাধ ভাঙা জোয়ার শুরু হয়েছে ন্যায় ও ইনসাফের পক্ষে।
শফিকুর রহমান বলেন, শুধু নোয়াখালী নয়, সারা বাংলায় আমি যেখানে যাচ্ছি, মানুষের ভালোবাসা দেখতে পাচ্ছি। বিশেষ করে জুলাইয়ে যারা আন্দোলন করেছে, সেই যুবসমাজ মুখিয়ে আছে নতুন একটি বাংলাদেশ দেখার জন্য। তারা বুঝতে পেরেছে জুলাই চেতনার আকাঙ্ক্ষা কাদের মাধ্যম বাস্তবায়ন হবে।
তিনি বলেন, দুর্নীতিমুক্ত দেশ গড়ার লড়াই শুরু হয়েছে। আমরা সরকারি কর্মচারীদের ন্যায়সঙ্গত দাবি দরদের সঙ্গে বিবেচনায় নিয়ে পে-কমিশনকে বলব– যথাযথ রিকমেনন্ডেশন আমাদের কাছে দেন, যাতে একটি মানুষকে সরকারি চাকরি করার পরে দ্বিতীয় কোনো রুজি সন্ধান করতে না হয়। আর টেবিলের নিচে যেন হাত দিতে না হয়। এরপর যারা সততার রাস্তা ছেড়ে দেবে, সংশোধন না হলে কঠোর ব্যবস্থা নেব।
নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকারের সভাপতিত্বে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের নেতারা বক্তৃতা করেন।
ফেনী নদীতে বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি
নির্বাচনে জিতে সরকারে গেলে ভারতের সঙ্গে আলোচনা করে ফেনী নদীতে বাঁধ নির্মাণ করার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আমাদের দেশ রক্ষার অধিকার আমার। এই দায়িত্ব আমাকে নিতেই হবে। এটি ত্যাজ্য করে চলতে পারব না।
শুক্রবার (৩০ জানুয়ারি) ফেনী সরকারি পাইলট স্কুল মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির। মঞ্চে ১১ দলের নেতাদের উপস্থিতিতে তিনি ফেনীতে মেডিকেল কলেজ, বিশেষায়িত হাসপাতাল স্থাপনসহ নানা প্রতিশ্রুতি দেন।
ফেনী নদী নিয়ে কথা বলতে গিয়ে বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ শহীদ হয়েছেন মন্তব্য করেন জামায়াত আমির। তিনি বলেন, আধিপত্যের দোসররা তাঁকে সহ্য করতে পারেনি। আবরার ফাহাদের রুহকে আপনাদের কাছে রেখে গেলাম। আবরার ফাহাদকে আপনাদের কলিজায় একটু জায়গা দিয়ে রাখবেন। সে দেশের ন্যায্য প্রাপ্যতার কথা বলেছিল।
জামায়াত আমির বলেন, যে বাঁধের কারণে আপনাদের দুঃখ, সেই বাঁধ এখনো নির্মাণ হয়নি। আল্লাহ যদি আমাদের সেই সুযোগ দেন, আমরা জানি, প্রতিবেশী দেশের সঙ্গে এ ব্যাপারে একটু ব্যাপারাস্যাপার আছে। আমরা তাদের শ্রদ্ধা করি। আশা করি, তারাও আমাদের শ্রদ্ধা করবে। তাদের সঙ্গে আমরা ফলপ্রসূ আলোচনার মাধ্যমে আমরা শান্তিপূর্ণ সমাধান খুঁজে বের করব।
তিনি বলেন, দেশের অর্থনীতিতে ফেনীর বিশেষ অবদান রয়েছে। কিন্তু জেলায় মানসম্মত একটি স্টেডিয়াম নেই। জেলা স্টেডিয়ামটিকে আন্তর্জাতিক খেলার ভেন্যু হিসেবে গড়ে তোলা হবে।

মিজানুর রহমান, পুরোনো ঢাকার পরিচিত মুখ। নাগরিক সমস্যা সমাধানে ভিন্নধর্মী কর্মসূচি করতে গিয়ে হয়েছেন নির্যাতিত। আসন্ন নির্বাচনের ইশতেহার দিয়ে আবার আলোচনায় এলেন ঢাকা-৪ (শ্যামপুর-কদমতলী-যাত্রাবাড়ী আংশিক) আসনের স্বতন্ত্র এই প্রার্থী।
১২ মিনিট আগে
নোয়াখালীর হাতিয়া উপজেলায় সংঘর্ষে জড়িয়েছে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে হাতিয়ার নলছিরায় পূর্বঘোষিত ফেরি উদ্বোধন কর্মসূচিতে যোগ দেওয়া নেতাকর্মীরা এ সংঘর্ষে জড়ান। এতে এনসিপি, জামায়াত ও বিএনপির অন্তত ১০ জন আহত হয়েছেন।
১২ মিনিট আগে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩৬ দফা ইশতেহার প্রকাশ করেছে । চব্বিশের জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে ওঠে আসা দলটি এই ইশতেহারকে বলছে ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’।
২৬ মিনিট আগে
প্রতিবছর ৩০ হাজার তরুণকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (৩০ জানুয়ারি) রাজধানীর গুলশানের লেকশোর গ্র্যান্ড হোটেলে প্রকাশিত ইশতেহারে এ পরিকল্পনার কথা জানিয়েছে দলটি।
১ ঘণ্টা আগে