leadT1ad

সরকার দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে: গণফোরাম সভাপতি

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

‘নাগরিক ইশতেহার ২০২৬: জাতীয় নির্বাচন ও রূপান্তরের প্রত্যাশা’ শীর্ষক সংলাপে বক্তব্য দিচ্ছেন করেছেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রতারণা করেছে বলে অভিযোগ করেছেন গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি সুব্রত চৌধুরী। সংস্কার কমিশনগুলোর কার্যক্রম ও গণভোটের প্রক্রিয়া নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেছেন, জাতীয় ঐক্যের প্রয়োজন থাকলেও বর্তমান সরকারের মাধ্যমে তা অর্জন করা সম্ভব নয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) সিপিডি আয়োজিত ‘নাগরিক ইশতেহার ২০২৬: জাতীয় নির্বাচন ও রূপান্তরের প্রত্যাশা’ শীর্ষক সংলাপে তিনি এসব কথা বলেন।

সুব্রত চৌধুরী বলেন, ‘এতগুলো কমিশন গঠন করে শেষ পর্যন্ত কী লাভ হলো? গণভোটে মাত্র চারটি দফা দিয়ে দায় সারা হয়েছে। দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বাধীন কমিশনসহ সংস্কারের উদ্যোগগুলো এখন অন্ধকারে বা ডিপ ফ্রিজে চলে গেছে। গণমাধ্যম কমিশন ও টিআইবির প্রধানরাও এখন হতাশার কথা বলছেন।’

সুব্রত চৌধুরী আরও বলেন, শুধু একটি নির্বাচনের মাধ্যমে পুরো রাষ্ট্র কাঠামো পরিবর্তন করা সম্ভব নয়। অতীতে যারা ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছিল, তারা জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রাখেনি। তাই কেবল একটি দলকে ক্ষমতায় বসালেই দায়িত্ব শেষ হবে না। সামনে এগোতে হলে সামগ্রিকভাবে জনসম্পৃক্ততার মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করতে হবে।

রাজনৈতিক দলগুলোর আত্মসমালোচনার তাগিদ দিয়ে গণফোরাম নেতা বলেন, ‘আমরা প্রায়ই নীতিহীন রাজনীতি করছি। দলের ভেতরে গণতন্ত্র চর্চা না থাকলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা অসম্ভব। আগে নিজেদের সংস্কার করা প্রয়োজন।’

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত