leadT1ad

২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমান

‘আমি রাজনীতি করি না, তবে তারেক রহমানকে দেখতে এসেছি’

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
ময়মনসিংহ

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ১৬: ২০
ময়মনসিংহের সার্কিট হাউস ময়দানে জনসভায় উপস্থিত তারেক রহমান। স্ট্রিম ছবি

২২ বছর পর ময়মনসিংহের এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তাঁকে দেখতে ধানের শীষে আবৃত হয়ে এসেছেন জেলার ফুলবাড়িয়া উপজেলার বাসিন্দা চা-দোকানি আব্দুল খালেক। তিনি বলেন, ‘আমি রাজনীতি করি না, তবে তারেক রহমানকে দেখতে এসেছি। আগামী দিনে তিনি প্রধানমন্ত্রী হয়ে দেশকে বদলে দিবেন আমাদের বিশ্বাস।’

ময়মনসিংহের সার্কিট হাউস ময়দানে নির্বাচনী জনসভায় উপস্থিত হয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ৪টার দিকে তিনি মঞ্চে উপস্থিত হন। শুরুতেই মঞ্চের সামনে চব্বিশের জুলাইয়ের শহিদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করে কথা বলেন তিনি।

এর আগে সকাল থেকেই সভাস্থলে আসতে শুরু করেন দলের নেতাকর্মীরা। দুপুর ২টার আগেই ঢল নামে মানুষের। খণ্ড খণ্ড মিছিল নিয়ে জমায়েন হন তাঁরা। তারেক রহমান মঞ্চে হাজির হওয়ার সঙ্গে সঙ্গে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

তারেক রহমানের আগমনকে ঘিরে আগের দিনেই ৬৪ ফুট দৈর্ঘ্য এবং ৪৪ ফুট প্রস্থের সভামঞ্চ প্রস্তুত করা হয়। মঞ্চের মধ্যে এলইডি ও দুপাশে রয়েছে ব্যানার। মঞ্চের বাঁ দিকের ব্যানারে লেখা রয়েছে ‘আই হ্যাব এ প্ল্যান’ এবং ডান পাশে ‘সবার আগে বাংলাদেশ’।

এদিকে জনসভাস্থলের চারপাশে সিএসএফ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ন্ত্রণে ২০টি সিসিটিভি ক্যামেরা আছে। এর মাধ্যমে জনসভাস্থলের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০০৪ সালে ময়মনসিংহে প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন তারেক রহমান। এরপর আজ মঙ্গলবার নির্বাচনী জনসভায় এসেছেন তিনি। ময়মনসিংহ নগরজুড়ে পোস্টার ও প্যানায় স্বাগত জানানো হয়েছে তারেক রহমানকে।

বিএনপি ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ বলেন, ‘ময়মনসিংহ তারেক রহমানের আজকের জনসভায় মানুষের উপস্থিতি অতীতের সকল রেকর্ড ভেঙে দিয়েছে। নেতাকর্মী ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ জনসভায় হাজির হয়েছেন। তারেক রহমান ময়মনসিংহকে নিয়ে তার কি পরিকল্পনা রয়েছে সেটি শুনতেই সকল শ্রেণি-পেশার মানুষ জনসভায় এসেছেন।’

বিষয়:

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত