leadT1ad

অবশিষ্ট দুই মামলা থেকেও এনসিপি সদস্যসচিব আখতারের খালাস

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ১৭: ৪৮
আখতার হোসেন। সংগৃহীত ছবি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আসার বিরোধিতা ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভের জেরে করা সবশেষ দুটি মামলা থেকে খালাস পেয়েছেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। একইসঙ্গে খালাস পেয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব আকরাম হোসেনও।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকার দুটি পৃথক মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত শুনানি শেষে এই রায় দেন। দীর্ঘ পাঁচ বছরের আইনি লড়াই শেষে তাঁরা এই মামলাগুলো থেকে অব্যাহতি পেলেন।

সদস্যসচিব আখতার হোসেনের হলফনামা অনুযায়ী, ৪টি ফৌজদারি মামলায় অভিযুক্ত ছিলেন তিনি। এর মধ্যে দুটি মামলায় ৫ আগস্ট হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর ওই বছরই খালাস পান তিনি। বাকি দুই মামলা বহাল রেখেই নির্বাচন কমিশনে মনোনয়ন দাখিল করেছিলেন আখতার। আজ অবশিষ্ট মামলা দুটি থেকেও খালাস পেলেন তিনি।

আদালতে আসামিপক্ষে শুনানি করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. মুজাহিদুল ইসলাম, ঢাকা জজ কোর্টের আইনজীবী মো. আবদুল্লাহ আল ফারুক ও অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন প্রমুখ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটরা।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত