leadT1ad

‘বেহেশতের টিকিট বিক্রি শিরকের পর্যায়ে পড়ে’, সিলেটে তারেক রহমান

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

জনসভায় বক্তব্য দিচ্ছেন তারেক রহমান

ধর্মীয় বিষয় নিয়ে কোনো ধরনের নিশ্চয়তা দেওয়া শিরকের পর্যায়ে পড়ে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন ব্যবস্থায় পোস্টাল ব্যালটের মাধ্যমে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় দেওয়া বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন।

তারেক রহমান তাঁর প্রথম নির্বাচনী জনসভায় বলেন, ‘দোজখ, বেহেশত ও দুনিয়ার একমাত্র মালিক আল্লাহ। এসব বিষয়ে আল্লাহ ছাড়া অন্য কারও কোনো নিশ্চয়তা দেওয়ার অধিকার নেই। অথচ একটি রাজনৈতিক দল বেহেশতের টিকিট দেওয়ার কথা বলছে। যেটার মালিক আল্লাহ, কোনও মানুষ তো সেটা দেওয়ার নিশ্চয়তা দিতে পারে না। এটি আল্লাহর সঙ্গে শিরক করার শামিল।’

আজকের জনসভার মধ্য দিয়েই আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শরু করল বিএনপি
আজকের জনসভার মধ্য দিয়েই আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শরু করল বিএনপি

এ ধরনের বক্তব্য দিয়ে জনগণকে নির্বাচনের আগেই প্রতারিত করা হচ্ছে উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘আজ তারা বেহেশতের টিকিটের কথা বলে আপনাদের ঠকাচ্ছে, নির্বাচনের পর তারা আপনাদের কীভাবে ঠকাবে, সেটা আপনারাই ভেবে দেখুন। শুধু মানুষকে ঠকানোই নয়, এভাবে তারা মুসলমানদের শিরকের দিকেও ঠেলে দিচ্ছে।’

জনসভায় বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, ‘কেউ কেউ ইদানীং বলছে—অমুককে দেখেছেন, তমুককে দেখেছেন, এবারও এদের দেখুন। কিন্তু দেশের মানুষ তাদের ১৯৭১ সালেই দেখেছে। মাতৃভূমিকে স্বাধীন করার সময়ই আমরা তাদের দেখেছি। তাদের কারণেই লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছেন। শুধু তাই নয়, তাদের কারণে মা-বোনেরা সম্মান হারিয়েছেন।’

জনসভায় প্রধান অতিথি হিসেব বক্তব্য দিচ্ছেন তারেক রহমান
জনসভায় প্রধান অতিথি হিসেব বক্তব্য দিচ্ছেন তারেক রহমান

বক্তব্যে পোস্টাল ব্যালট প্রসঙ্গেও কথা বলেন তারেক রহমান। তিনি এই ব্যবস্থার তীব্র সমালোচনা করে বলেন, ‘দেশে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ভোট কেড়ে নেওয়া হচ্ছে। বিশেষ করে পোস্টাল ব্যালট ব্যবস্থাকে ব্যবহার করে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে।‘ তাঁর ভাষায়, ‘পোস্টাল ব্যালটের নামে নির্বাচনকে প্রহসনে পরিণত করা হয়েছে। জনগণের ভোট আগেই কেড়ে নেওয়া হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’ ধর্ম, ইতিহাস ও নির্বাচন—সবকিছু ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে উল্লেখ করে তিনি এসবের বিরুদ্ধে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত