leadT1ad

বাগেরহাটের ডিসি-এসপিকে বিদেশি নম্বর থেকে ফোনে ‘হুমকি’

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
বাগেরহাট

বাগেরহাট জেলার ডিসি ও এসপি। সংগৃহীত ছবি

দেশজুড়ে আলোচনায় থাকা নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে কেন্দ্র করে বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) ফোনে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২৫ জানুয়ারি) একাধিক বিদেশি নম্বর থেকে তাদের দাপ্তরিক হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে গালাগাল ও হুমকি দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, পুলিশ সুপারের হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল ও হুমকি দেওয়া হচ্ছে। ফেসবুকে প্রচারিত ওই অডিওতে শোনা যায়, এসপি ফোন রিসিভ করার পরপরই অপর প্রান্ত থেকে অশালীন ভাষায় গালাগাল করা হয়। এক পর্যায়ে বলতে শোনা যায়, ‘এই … কী করছস, সাদ্দামের লগে কী করছস…’।

ফোন কলের সময় অপর প্রান্ত থেকে পুলিশ সুপারকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে একটানা অপ্রকাশযোগ্য ভাষায় হুমকি দেওয়া হয়। অডিওতে আরও শোনা যায়, ‘তুই কি ওর পোলারে আইনে দিবি… তুই অ্যারেস্ট করাইয়া দিছস… তুই জানস না… তোর পোলা-মাইয়াও যেন তোরে না দ্যাহে…।’

আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানিয়েছে, ভিডিওতে থাকা অডিও কথোপকথনটি সঠিক। এছাড়া ফেসবুকের একাধিক আইডি ও পেজ থেকে ভিডিওটি ছড়িয়ে দেওয়া হচ্ছে।

বাগেরহাটের পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বিভিন্ন বিদেশি নম্বর থেকে হুমকিমূলক ফোন পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। একইভাবে জেলা প্রশাসক গোলাম মো. বাতেনও বিভিন্ন নম্বর থেকে হুমকি পাওয়ার কথা নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, ‘এ বিষয়ে আমি মোটেও বিচলিত নই। যে প্রসঙ্গ নিয়ে এমন ঘটনা ঘটছে, সেখানে প্রশাসন আইন অনুযায়ী দায়িত্ব পালন করেছে এবং সহযোগিতা করেছে। সম্ভবত কিছু বট বা বিদেশি নম্বর ব্যবহার করে এসব করা হচ্ছে। সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী বলেন, ‘আমি কয়েকটি হুমকিমূলক ফোন কল পেয়েছি। কারা এসব করছে, তা খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এদিকে বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য পলাতক শেখ তন্ময়ের একটি বক্তব্যও ফেসবুকে প্রচারিত হচ্ছে। সেখানে তিনি পুরো ঘটনাটিকে অমানবিক বলে দাবি করেছেন।

প্রসঙ্গত, গত শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামে সাদ্দামের স্ত্রী কানিজ সুবর্ণা স্বর্ণালী ও ৯ মাসের শিশুসন্তান নাজিফের মরদেহ উদ্ধার করা হয়। জুলাই গণহত্যার মামলায় গ্রেপ্তার সাদ্দাম বর্তমানে যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন।

স্ত্রী-সন্তানের মৃত্যুর ঘটনায় জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তি পাননি। পরিবারের সদস্যরা সাদ্দামের মৃত স্ত্রী-সন্তানের লাশ নিয়ে আসেন যশোর কেন্দ্রীয় কারাগারে। শনিবার সন্ধ্যায় জেলগেটে স্ত্রী-সন্তানকে শেষবিদায় জানান সাদ্দাম। এ অবস্থায় তাকে প্যারোলে মুক্তি না দেওয়া নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত