স্ট্রিম প্রতিবেদক

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১২টার পর সিলেটের দক্ষিণ সুরমার বিরাইমপুরে শ্বশুরবাড়ির আঙিনায় নেতাকর্মীদের উদ্দেশে কথা বলেন তিনি।
বক্তব্যের শুরুতে তারেক রহমান বলেন, ‘এখন সময় সাড়ে ১২টা বাজে। তার মানে আমরা এখন আনুষ্ঠানিকভাবে ধানের শীষে ভোট চাইতে পারি। ধানের শীষকে জয়যুক্ত করতে হবে।‘
তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে বরণ করতে বিরাইমপুরের ‘রাহাত মঞ্জিল’-এ আগে থেকেই ভিড় করেছিলেন কয়েক হাজার মানুষ ও দলীয় নেতাকর্মী। প্রিয় নেতা ও এলাকার ‘জামাই’কে কাছে পেয়ে ‘দুলাভাই, দুলাভাই’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
তোরণ ও আলোকসজ্জায় সাজানো হয় শ্বশুরবাড়ি এলাকা। ভিড় ঠেলে বাড়িতে প্রবেশের সময় স্থানীয়দের ভালোবাসায় সিক্ত হন তারা।
পরে তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তারেক রহমান নির্বাচনী প্রচারণা শুরুর ঘোষণা দিয়ে বলেন, ‘হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দলের পক্ষে আল্লাহর রহমতে নির্বাচনী প্রচারণা শুরু করলাম। আপনাদের কাছে দোয়া চাই, আসন্ন নির্বাচনে যেন ধানের শীষ জয়যুক্ত হয়।’
তিনি বলেন, ‘সেইসঙ্গে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ যেসব প্রতিশ্রুতি আমরা দিচ্ছি, আল্লাহ যেন আমাদের সেসব প্রতিশ্রুতি যেন বাস্তবায়ন করতে পারি’।
রাতেই সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সাইফুল ইসলাম জানান, তারেক রহমান সেখানে শ্বশুরবাড়ির আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করেন। এর আগে তিনি হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেন।
বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, দীর্ঘ প্রায় ২১ বছর পর সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাহিমপুর গ্রামে শ্বশুরবাড়িতে যান তারেক রহমান। এসময় তাঁর স্ত্রী জোবায়দা রহমানও সঙ্গে ছিলেন।

এদিকে, দীর্ঘদিন পর জামাইয়ের আগমন উপলক্ষে শ্বশুরবাড়ি বাড়িতে দোয়া ও আপ্যায়নের আয়োজন করা হয়েছে। রান্না করা হয়েছে ৪০ হাঁড়ি আখনি। দোয়া শেষে রান্না করা ৪০ হাড়ি আখনি বিতরণ করা হয় প্রায় ১২ হাজার মানুষের মধ্যে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করার জন্য বুধবার রাত ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে সপরিবারে অবতরণ করেন তারেক রহমান। পরে সেখান থেকে সরাসরি বাসে করে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন তিনি। এরপর বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে হজরত শাহপরাণ (রহ.) মাজার জিয়ারত করেন বিএনপির এই শীর্ষ নেতা। আজ বৃহস্পতিবার সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনি জনসভায় যোগ দিবেন তিনি।

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১২টার পর সিলেটের দক্ষিণ সুরমার বিরাইমপুরে শ্বশুরবাড়ির আঙিনায় নেতাকর্মীদের উদ্দেশে কথা বলেন তিনি।
বক্তব্যের শুরুতে তারেক রহমান বলেন, ‘এখন সময় সাড়ে ১২টা বাজে। তার মানে আমরা এখন আনুষ্ঠানিকভাবে ধানের শীষে ভোট চাইতে পারি। ধানের শীষকে জয়যুক্ত করতে হবে।‘
তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানকে বরণ করতে বিরাইমপুরের ‘রাহাত মঞ্জিল’-এ আগে থেকেই ভিড় করেছিলেন কয়েক হাজার মানুষ ও দলীয় নেতাকর্মী। প্রিয় নেতা ও এলাকার ‘জামাই’কে কাছে পেয়ে ‘দুলাভাই, দুলাভাই’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।
তোরণ ও আলোকসজ্জায় সাজানো হয় শ্বশুরবাড়ি এলাকা। ভিড় ঠেলে বাড়িতে প্রবেশের সময় স্থানীয়দের ভালোবাসায় সিক্ত হন তারা।
পরে তাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তারেক রহমান নির্বাচনী প্রচারণা শুরুর ঘোষণা দিয়ে বলেন, ‘হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারত করে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দলের পক্ষে আল্লাহর রহমতে নির্বাচনী প্রচারণা শুরু করলাম। আপনাদের কাছে দোয়া চাই, আসন্ন নির্বাচনে যেন ধানের শীষ জয়যুক্ত হয়।’
তিনি বলেন, ‘সেইসঙ্গে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডসহ যেসব প্রতিশ্রুতি আমরা দিচ্ছি, আল্লাহ যেন আমাদের সেসব প্রতিশ্রুতি যেন বাস্তবায়ন করতে পারি’।
রাতেই সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সাইফুল ইসলাম জানান, তারেক রহমান সেখানে শ্বশুরবাড়ির আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করেন। এর আগে তিনি হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.) মাজার জিয়ারত করেন।
বিএনপির মিডিয়া সেল জানিয়েছে, দীর্ঘ প্রায় ২১ বছর পর সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাহিমপুর গ্রামে শ্বশুরবাড়িতে যান তারেক রহমান। এসময় তাঁর স্ত্রী জোবায়দা রহমানও সঙ্গে ছিলেন।

এদিকে, দীর্ঘদিন পর জামাইয়ের আগমন উপলক্ষে শ্বশুরবাড়ি বাড়িতে দোয়া ও আপ্যায়নের আয়োজন করা হয়েছে। রান্না করা হয়েছে ৪০ হাঁড়ি আখনি। দোয়া শেষে রান্না করা ৪০ হাড়ি আখনি বিতরণ করা হয় প্রায় ১২ হাজার মানুষের মধ্যে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করার জন্য বুধবার রাত ৮টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে সপরিবারে অবতরণ করেন তারেক রহমান। পরে সেখান থেকে সরাসরি বাসে করে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করেন তিনি। এরপর বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে হজরত শাহপরাণ (রহ.) মাজার জিয়ারত করেন বিএনপির এই শীর্ষ নেতা। আজ বৃহস্পতিবার সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির প্রথম নির্বাচনি জনসভায় যোগ দিবেন তিনি।

রাশেদ প্রধান বলেন, ‘বিএনপি নতুন ফ্যাসিবাদ হওয়ার চেষ্টা করলে আবারও এদেশের ছাত্র-জনতা বিএনপির পুরাতন ঠিকানা লন্ডন পালিয়ে যেতে বাধ্য করবে।’
১ ঘণ্টা আগে
আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নওগাঁ জেলার রাজনৈতিক অঙ্গনে নতুন মেরুকরণ শুরু হয়েছে। জেলার ছয়টি সংসদীয় আসনের মধ্যে তিনটিতেই বিএনপির হেভিওয়েট নেতারা স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন।
১ ঘণ্টা আগে
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩০টি আসনে ভোটযুদ্ধে নেমেছে। প্রতীক বরাদ্দের পর দলটির প্রার্থীরা মাঠে থাকলেও, কিছু আসনে শরিকদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ করছেন। শেষ পর্যন্ত জামায়াতে ইসলামীসহ শরিক ১০ দলের তৃণমূল বাগে না আসলে ‘শাপলা কলি’ চ্যালেঞ্জে পড়বে বলে মনে করছেন তারা।
২ ঘণ্টা আগে
চব্বিশের গণঅভ্যুত্থানের অন্যতম বীর শহীদ ইশমামের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী পদযাত্রা।
২ ঘণ্টা আগে