leadT1ad

‘নাগরিক কাউন্সিল’ গঠনের ঘোষণা তাসলিমা আখতারের

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

বেগুনবাড়ি এলাকায় গণসংযোগ শেষে ‘জনতার পার্লামেন্ট’ শীর্ষক সভায় কথা বলছেন তাসলিমা আখতার। ছবি: সংগৃহীত

ঢাকা-১২ আসনে নির্বাচিত হলে ‘নাগরিক কাউন্সিল’ গঠনের ঘোষণা দিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রার্থী তাসলিমা আখতার।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টায় তেজগাঁওয়ের মধ্য বেগুনবাড়ি এলাকায় গণসংযোগ শেষে ‘জনতার পার্লামেন্ট’ শীর্ষক সভায় তিনি এ ঘোষণা দেন। গণসংহতি আন্দোলনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে।

চাঁদাবাজিকেতেজগাঁওয়ের প্রধান সমস্যা চিহ্নিত করে স্থানীয় বাসিন্দারা বলেন, প্রভাবশালী চাঁদাবাজদের ভয়ে সাধারণ মানুষ তটস্থ থাকে। এ ছাড়া মশার উপদ্রব, তীব্র যানজট এবং শিশুদের খেলার মাঠের অভাব নিয়ে তাঁরা ক্ষোভ প্রকাশ করেন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভূমিকা নিয়েও এ সময় অসন্তোষ প্রকাশ করেন এলাকাবাসী।

এলাকাবাসীর বক্তব্যের জবাবে তাসলিমা আখতার বলেন, ‘তেজগাঁওয়ের বড় সমস্যা হিসেবে আমরাও চাঁদাবাজিকে চিহ্নিত করেছি। আমাদের ইশতেহারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের পরই দুর্নীতি, চাঁদাবাজি ও মাদক নির্মূলের কথা বলা হয়েছে।’ তিনি প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে জনগণকে সাথে নিয়ে এই অপশক্তিগুলোর বিরুদ্ধে লড়াই চালাবেন এবং ‘নাগরিক কাউন্সিল’ গঠনের মাধ্যমে সংসদ সদস্য ও প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করবেন।

যোগ্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে ‘মাথাল’ প্রতীকের এই প্রার্থী বলেন, মানুষ ভালো কাজের প্রশংসা করলেও ভোট দেওয়ার সময় প্রায়ই ভুল করেন। সাধারণ মানুষের স্বার্থে যোগ্য প্রার্থী দেখে ভোট দেওয়ার অনুরোধ জানান তিনি। সভায় গণসংহতি আন্দোলন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Ad 300x250

সম্পর্কিত