leadT1ad

ক্রাউন প্লাজা ঢাকা গুলশান-এর পরিবেশবান্ধব ক্রিসমাস ট্রি

স্ট্রিম মাল্টিমিডিয়া
স্ট্রিম মাল্টিমিডিয়া
ঢাকা স্ট্রিম | বাংলা স্ট্রিম

প্রকাশ : ০৯ ডিসেম্বর ২০২৫, ১৭: ১০

পরিবেশ সচেতনতা এবং উৎসবের উদ্দীপনার এক চমৎকার মেলবন্ধন দেখা গেলো ঢাকার গুলশানে হোটেল ক্রাউন প্লাজায়। সাস্টেইনেবল হস্পিটালিটি এর এক নজির সৃষ্টি করে ক্রাউন প্লাজা ঢাকা গুলশান উন্মোচন করেছে সম্পূর্ণ পুনর্ব্যবহৃত প্লাস্টিক বোতল দিয়ে তৈরি দেশের প্রথম ক্রিসমাস ট্রি।

বিশ্বখ্যাত আইএইচজি হোটেলস অ্যান্ড রিসর্টসের অংশ এই হোটেলটি ৮ই ডিসেম্বর, ২০২৫-এ তাদের এই অভিনব স্থাপনাটি প্রদর্শন করে। এই ক্রিসমাস ট্রি তৈরি করতে ব্যবহার করা হয়েছে মোট ৩,৬৮৮টি একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বোতল।

Ad 300x250

সম্পর্কিত