
.png)

বিশ্ব হাতি দিবসে স্ট্রিমে অধ্যাপক এম এ আজিজের মুখে আমরা যে গোলাপী হাতি দেখার অভিজ্ঞতা শুনেছিলাম, রাঙামাটির কাপ্তাইয়ে দেখা যাওয়া দেশের একমাত্র গোলাপী হাতি শাবকটি মারা গেছে। বন বিভাগের ধারণা, খাড়া পাহাড় থেকে পা পিছলে কাপ্তাই হ্রদের পানিতে পড়ে যায় হাতি শাবকটি। আহত অবস্থায় পরে হ্রদে ডুবেই মৃত্যু হয় তার।

খাড়া পাহাড় থেকে পা পিঁছলে কাপ্তাই হৃদের পানিতে পড়ে যায় হাতি শাবক। আহত হয়ে পানিতে ডুবে যায় শাবকটি। আর উঠতে পারেনি। পরে মৃত অবস্থায় ভেসে উঠে। শাবকের এই মৃত্যু যেন কোনোভাবেই মেনে নিতে পারছে না মা হাতিটি। দুদিন ধরেই মৃত শাবকের পাশে অপেক্ষা করছে মা হাতি।