
.png)

সাত বছর আগে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে একপ্রকার ওয়াশিংটন থেকে প্রত্যাখ্যাত হতে হয়েছিল। ভিন্নমতের লেখক ও সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে তার প্রতি তীব্র অসন্তোষ সৃষ্টি হয়।

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান যুক্তরাষ্ট্র সফর করছেন। মঙ্গলবার তিনি হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন। এটি ২০১৮ সালের পর তার প্রথম যুক্তরাষ্ট্র সফর। এই সফর দুই দেশের ঘনিষ্ঠ সম্পর্কে নতুনত্বের ইঙ্গিত দেয়।

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে (এমবিএস) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে উষ্ণ অভ্যর্থনা জানান। এই সফর রিয়াদ ও ওয়াশিংটনের সম্পর্ক আরও গভীর হওয়ার ইঙ্গিত দেয়।

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান চল্লিশ বছর পূর্ণ করেছেন গত ৩১ আগস্ট। সৌদি আরবের মানুষের গড় আয়ু প্রায় ৭৯ বছর। এ হিসেবে মোহাম্মদ বিন সালমানের জীবনের অর্ধেক সময় এখনো বাকি। এই বয়সেই তিনি পরিণত হয়েছেন সৌদি আরবের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিতে। বলা ভালো, মধ্যপ্রাচ্যের শীর্ষ প্রভাবশালী নেতা তিনি।