স্ট্রিম প্রতিবেদক

দেশজুড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। আগামী পাঁচ দিন তাপমাত্রা আরও কমতে পারে এবং দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ শনিবার (২০ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আজ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী কয়েক দিনও দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে কুয়াশার এই দাপট অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ১৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে, ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯.২ ডিগ্রি সেলসিয়াস।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শুরুর দিকে তাপমাত্রা আরও হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, ডিসেম্বরের শেষ দিকে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।
ঢাকায় আজ উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

দেশজুড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। আগামী পাঁচ দিন তাপমাত্রা আরও কমতে পারে এবং দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আজ শনিবার (২০ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আজ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী কয়েক দিনও দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে কুয়াশার এই দাপট অব্যাহত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ১৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে, ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯.২ ডিগ্রি সেলসিয়াস।
বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শুরুর দিকে তাপমাত্রা আরও হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, ডিসেম্বরের শেষ দিকে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।
ঢাকায় আজ উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

প্রকৃতির রুদ্ররোষে ভিটেমাটি হারিয়ে জীবন বাঁচাতে মানুষ পাড়ি জমাচ্ছে অচেনা গন্তব্যে। কিন্তু সেই যাত্রা তাদের মুক্তি দিচ্ছে না, বরং ঠেলে দিচ্ছে এক নির্মম বাস্তবতার দিকে। যার নাম ‘আধুনিক দাসত্ব’। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশে প্রতিবছর লাখো মানুষ বাস্তুচ্যুত হচ্ছে।
২ দিন আগে
পৌষের শুরুতেই দেশের উত্তরাঞ্চলে শীতের তীব্রতা অনুভূত হতে শুরু করেছে। সোমবার (১৫ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রা এক অঙ্কের ঘরে নেমে এসেছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় সকাল ৬টা পর্যন্ত দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ ডিগ্রি সেলসিয়াস।
৫ দিন আগে
আক্ষরিক অর্থেই তেহরান শহরের পানি ফুরিয়ে যাবে। তেহরান একা নয়। ইরানের বেশির ভাগ অংশই দ্রুতগতিতে চরম পানি সংকটের দিকে ধাবিত হচ্ছে।
৭ দিন আগে
দেশজুড়ে নির্বিচারে পাখি শিকার এখন জীববৈচিত্র্যের জন্য মহাবিপর্যয় হয়ে দাঁড়িয়েছে। এর প্রতিবাদে শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকার কলাতিয়া সংলগ্ন এলাকায় ফটোওয়াক ও সচেতনতামূলক কর্মসূচি পালন করেছেন ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার, বার্ডওয়াচার ও পরিবেশবাদীরা।
৮ দিন আগে