leadT1ad

ডিসেম্বরের শেষে বাড়তে পারে শীত

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১৯: ৫৪
দেশজুড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। এআই নির্মিত ছবি

দেশজুড়ে জেঁকে বসতে শুরু করেছে শীত। আগামী পাঁচ দিন তাপমাত্রা আরও কমতে পারে এবং দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ শনিবার (২০ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাস অনুযায়ী, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আজ মধ্যরাত থেকে সকাল পর্যন্ত রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী কয়েক দিনও দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলে কুয়াশার এই দাপট অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে, ১৩ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে, ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। রাজধানী ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯.২ ডিগ্রি সেলসিয়াস।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ের শুরুর দিকে তাপমাত্রা আরও হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ, ডিসেম্বরের শেষ দিকে শীতের তীব্রতা আরও বাড়তে পারে।

ঢাকায় আজ উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে। সকালে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।

Ad 300x250

সম্পর্কিত