leadT1ad

নির্বাচনী ইশতেহারে পরিবেশ রক্ষার সুনির্দিষ্ট রোডম্যাপ চান সৈয়দা রিজওয়ানা হাসান

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ২১: ০৭
‘রোড টু গ্রিন ম্যানিফেস্টো: ডায়ালগ উইথ পলিটিক্যাল পার্টিজ’ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: বাসস

রাজনৈতিক দলগুলোর নির্বাচনি ইশতেহারে পরিবেশ রক্ষায় সুস্পষ্ট রোডম্যাপ ও বাস্তবায়ন পরিকল্পনা অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, পরিবেশ দূষণরোধে তরুণদের নির্বাচিত সরকারকে জবাবদিহিতার মধ্যে রাখতে হবে।

শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে আয়োজিত ‘রোড টু গ্রিন ম্যানিফেস্টো: ডায়ালগ উইথ পলিটিক্যাল পার্টিজ’ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রণালয়য়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

সৈয়দা রিজওয়ানা হাসান অন্তর্বর্তী সরকারের সময় গৃহীত উদ্যোগসমূহ তুলে ধরে বলেন, পরবর্তী নির্বাচিত সরকারকে বায়ুদূষণ, শব্দদূষণ ও নদীদূষণকে অগ্রাধিকার দিয়ে কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। তিনি জানান, সাভারকে ‘ডিগ্রেডেড এয়ারসেড’ হিসেবে ঘোষণা করে সেখানকার ইটভাটা ১০৬টি থেকে কমিয়ে ৩০টিতে নামিয়ে আনা হয়েছে। এছাড়া গাড়ির কালো ধোঁয়া বন্ধে স্ক্র্যাপ নীতিমালা এবং শব্দদূষণ রোধে ‘শব্দদূষণ বিধিমালা ২০২৫’ তৈরি করা হয়েছে।

উপদেষ্টা আরও জানান, বায়ুদূষণ রোধে ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা বাড়াতে একনেকে হাজার কোটি টাকার প্রকল্প পাস হয়েছে। বন ও বন্যপ্রাণী সংরক্ষণে পৃথক বিধিমালা করা হয়েছে এবং দখলকৃত হাজার হাজার একর বনভূমি উদ্ধার করা হয়েছে। ঢাকার জলাবদ্ধতা কমাতে ২০টি খাল খনন করার ফলে এবার সুফল পাওয়া গেছে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে ব্রাইটারসের চেয়ার ফারিহা অমির সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন হাবিবুর রহমান, মো. শামসুদ্দোহা, মালিক ফিদা এ খান এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত