leadT1ad

অকারণে হর্ন বাজানো বন্ধ করতে হবে: পরিবেশ উপদেষ্টা

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

শোভাযাত্রার আগে বক্তব্য দেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি : বাসস

শব্দদূষণ নিয়ন্ত্রণে অকারণে হর্ন বাজানো বন্ধ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, হর্ন বাজানো দীর্ঘদিনের বদভ্যাস। এটি পরিবর্তনে আইনের পাশাপাশি মানুষের অভ্যাসেও পরিবর্তন আনতে হবে।

শনিবার (১৭ জানুয়ারি) সকালে মানিক মিয়া এভিনিউতে হর্নের বিরুদ্ধে মোটর শোভাযাত্রার উদ্বোধনকালে উপদেষ্টা এসব কথা বলেন। পরিবেশ অধিদপ্তর ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) যৌথভাবে এ আয়োজন করে।

উপদেষ্টা জানান, ‘শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা-২০২৫’ এর গেজেট প্রকাশিত হয়েছে। নতুন বিধিতে পরিবেশ অধিদপ্তরের পাশাপাশি পুলিশকেও দায়িত্ব দেওয়া হয়েছে। পুলিশ সদস্যরা রাস্তায় থাকায় তাঁরা দূষণকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবেন।

রিজওয়ানা হাসান বলেন, নববর্ষের আতশবাজি যেন সুনির্দিষ্ট স্থানে ফোটানো হয়, সে ব্যবস্থা করার চেষ্টা চলছে। পরবর্তী প্রজন্মকে বধির হওয়া থেকে বাঁচাতে তিনি তরুণদের শব্দদূষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

পরে ‘আর নয় শব্দদূষণ, জয় হোক সুস্থ জীবন’—স্লোগানে শোভাযাত্রাটি সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে শুরু হয়ে আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে গিয়ে শেষ হয়। অনুষ্ঠানে পরিবেশসচিব ড. ফারহিনা আহমেদ ও ডিএমপির অতিরিক্ত কমিশনারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি থেকে ঢাকার ১০টি পয়েন্টে ১০ দিনব্যাপী মোবাইল কোর্ট ও ক্যাম্পেইন পরিচালিত হয়েছে, যা আজকের শোভাযাত্রার মধ্য দিয়ে শেষ হলো।

Ad 300x250

সম্পর্কিত