leadT1ad

ফটো নিউজ/আামিনবাজার ল্যান্ডফিল

আামিনবাজার ল্যান্ডফিলে প্রতিদিন বর্জ্য নিয়ে একের পর এক গাড়ি ঢুকছে। রাজধানীর বিভিন্ন বাসাবাড়ি থেকে সংগ্রহ করা বর্জ্য প্রথমে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনে (এসটিএস) জমা হয়। সেখান থেকে ট্রাকে করে সেই বর্জ্য এসে শেষ পর্যন্ত ফেলা হচ্ছে আমিনবাজারের এই ভাগাড়ে।

নির্ধারিত নিয়ম অনুযায়ী ল্যান্ডফিলে বর্জ্যের সর্বোচ্চ উচ্চতা ৩০ ফুট থাকার কথা থাকলেও বর্তমানে সেখানে বর্জ্য জমে উঠেছে প্রায় ৯০ ফুট পর্যন্ত। এর ফলে বর্জ্য বহনকারী গাড়িচালকদের জন্য বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি। একই সঙ্গে অতিরিক্ত বর্জ্যের চাপে আশপাশের পরিবেশ ও জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়ছে। দুর্গন্ধ, দূষণ এবং বর্জ্য থেকে নিঃসৃত ক্ষতিকর তরল ও গ্যাস এলাকাবাসীর উদ্বেগ বাড়িয়েছে। আামিনবাজার থেকে ছবিগুলো তুলেছে মিজান রহমান

মিজান রহমান
মিজান রহমান
ঢাকা

ল্যান্ডফিলের পোড়া বর্জ্য থেকে ধোঁয়া বের হচ্ছে।
ক্রেন দিয়ে রাস্তা থেকে ময়লা অপসারণ হচ্ছে।
ময়লার স্তূপে কাজ করছেন একজন।
আবর্জনার মধ্যে পড়ে থাকা খাবারের খুঁজতে এসেছে এক কুকুর।
দুর্গন্ধযুক্ত বর্জ্যের মধ্যে কাজ করছেন নারীরা।
আবর্জনার মাঝখানে বর্জ্য ফেলার গাড়ি ঢোকার সড়ক।
বিষাক্ত পানি বেরিয়ে আসছে আবর্জনার মাঝখানে জমা হচ্ছে।
দুর্গন্ধযুক্ত ময়লা আবর্জনার মধ্যে খেলছে এক শিশু।
বর্জ্য পানি শোধনাগার ভবন।

বিষয়:

Ad 300x250

সম্পর্কিত