leadT1ad

ফটো ফিচার/পর্তুগালের আজোরেস দ্বীপপুঞ্জের চা-বাগান

মধ্য আটলান্টিক মহাসাগরে অবস্থিত আজোরেস দ্বীপপুঞ্জ পর্তুগালের একটি স্বায়ত্তশাসিত অঞ্চল। এই দ্বীপপুঞ্জের সাঁও মিগেল দ্বীপেই অবস্থিত ইউরোপের একমাত্র বাণিজ্যিক চা-বাগান। উনিশ শতকের শেষে ১৮৭৮ সালের দিকে, চা চাষের সূচনা হয় এখানে। সে সময় ব্রাজিলে কফি উৎপাদন কমে যাওয়ায় বিকল্প কৃষিপণ্য হিসেবে চায়ের দিকে ঝুঁকে পড়ে স্থানীয় কর্তৃপক্ষ। আজোরেসের আগ্নেয় মাটি, সারা বছর আর্দ্র আবহাওয়া ও নাতিশীতোষ্ণ জলবায়ু চা চাষের জন্য অত্যন্ত উপযোগী। এখানকার চা-বাগানগুলোতে কোনো রাসায়নিক কীটনাশক ব্যবহার করা হয় না, ফলে চা পুরোপুরি প্রাকৃতিক ও জৈব স্বাদের।

আজ এই চা-বাগান শুধু কৃষি উৎপাদনের কেন্দ্র নয়, বরং পর্যটনের একটি বড় আকর্ষণ। প্রকৃতি, ইতিহাস আর ইউরোপের একমাত্র চা-সংস্কৃতির মিলনে আজোরেসের এই ক্ষুদে দ্বীপ চা-প্রেমীদের কাছে এক বিশেষ গন্তব্য হয়ে উঠেছে। আজোরেস দ্বীপপুঞ্জ ঘুরে ছবিগুলো তুলেছেন তারেক অণু।

তারেক অণু
পর্তুগাল

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১৮: ৪৯
পর্তুগালের আজোরেস দ্বীপপুঞ্জের চা-বাগান।
আজোরেস দ্বীপপুঞ্জ চা-বাগান কাছে নয়নাভিরাম একটি গাছ।
বিস্তৃত চা-বাগানের একাংশ।
চা-ফল, যা সচরাচর দেখা যায় না।
চা-বাগানের ফুল ফোটা শুরু হয়েছে।
বাগানে ফোটা চা-ফুল।
চা পরিবেশনের পাত্র।
টাইলসের উপর কারুকাজ করা চা-বাগানের দৃশ্য।
Ad 300x250

সম্পর্কিত