leadT1ad

হামলায় উসকানি দিলে ইসরায়েল ও মার্কিন ঘাঁটি হবে ‘বৈধ লক্ষ্যবস্তু’: ইরানের হুঁশিয়ারি

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১৬: ৩৯
ইরানের সংসদ সদস্যরা অধিবেশন চলাকালে ‘ডেথ টু আমেরিকা’ স্লোগান দেন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র কোনো সামরিক পদক্ষেপ নিলে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের সব মার্কিন ঘাঁটি ইরানের ‘বৈধ লক্ষ্যবস্তু’তে পরিণত হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে রোববার (১১ জানুয়ারি) এ হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ।

দেশটিতে চলমান গণবিক্ষোভ নিয়ে আয়োজিত পার্লামেন্টের এক জরুরি অধিবেশনে তিনি এ হুমকি দেন। রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এই অধিবেশনে আইনপ্রণেতাদের ‘আমেরিকা নিপাত যাক’ স্লোগান দিতে দেখা যায়।

কালিবাফ ইসরায়েলকে অধিকৃত ভূখণ্ড উল্লেখ করে বলেন, ‘ইরানে কোনো হামলা হলে অধিকৃত ভূখণ্ড এবং এই অঞ্চলের সব মার্কিন সামরিক কেন্দ্র ও জাহাজ আমাদের হামলার লক্ষ্যবস্তু হবে।’ তিনি সতর্ক করেন যে ইরান কেবল হামলার পর প্রতিক্রিয়া দেখাবে না, হুমকির লক্ষণ দেখলেই ব্যবস্থা নেবে।

এর আগে শনিবার ট্রাম্প তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ইরানি বিক্ষোভকারীদের সহায়তার আশ্বাস দেন। তিনি লেখেন, ‘ইরান স্বাধীনতার দিকে তাকিয়ে আছে। যুক্তরাষ্ট্র সাহায্য করতে প্রস্তুত।’ ট্রাম্পের এই মন্তব্যের পরই তেহরান থেকে এমন কড়া প্রতিক্রিয়া এল।

বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের সহায়তার ধরন স্পষ্ট নয়। তবে তিনি এর আগে বলেছিলেন, প্রয়োজনে ইরানে ‘খুবই কঠোর আঘাত’ হানা হবে।

উল্লেখ্য, মূল্যস্ফীতির নিয়ন্ত্রণে ব্যর্থতা ও রাজনৈতিক সংস্কারের দাবিতে ইরানে টানা দুই সপ্তাহ ধরে বিক্ষোভ চলছে।

Ad 300x250

সম্পর্কিত