leadT1ad

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ভান্সের বাড়িতে হামলা

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ২২: ৩৮
স্ত্রী উষা ভ্যান্সের সঙ্গে জেডি ভ্যান্স।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সের ওহাইও অঙ্গরাজ্যের সিনসিনাটির বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৫ জানুয়ারি) মধ্যরাতের পর এক ব্যক্তি হাতুড়ি দিয়ে বাড়ির জানালার কাঁচ ভাঙচুর করেন। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করেছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস।

এক বিবৃতিতে সিক্রেট সার্ভিস জানিয়েছে, সন্দেহভাজন ওই ব্যক্তি প্রাপ্তবয়স্ক পুরুষ। জানালার কাঁচ ভাঙার অভিযোগে তাকে আটক করে সিনসিনাটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘটনার সময় ভাইস প্রেসিডেন্ট বা তাঁর পরিবারের কেউ ওই বাড়িতে ছিলেন না।

আইনশৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে জেডি ভান্স লিখেন, ‘যতটুকু জানতে পেরেছি, একজন মানসিক বিকারগ্রস্ত ব্যক্তি হাতুড়ি দিয়ে জানালা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করেছিল।’

ভান্সের মুখপাত্র জানান, ভাইস প্রেসিডেন্ট ও তাঁর পরিবার সপ্তাহান্তে ওহাইও সফরে গিয়েছিলেন। তবে হামলার আগেই তাঁরা বাড়ি ত্যাগ করেন। ২০১৮ সালে সিনেটর থাকাকালে সিনসিনাটির ইস্ট ওয়ালনাট হিলস এলাকায় বাড়িটি কিনেছিলেন ভান্স। বর্তমানে ওয়াশিংটন ডিসিতে সরকারি বাসভবনে থাকেন তিনি।

Ad 300x250

সম্পর্কিত