leadT1ad

ইরানের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে, দাবি পররাষ্ট্রমন্ত্রীর

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ২০: ০৯
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি: সংগৃহীত

ইরানজুড়ে চলমান বিক্ষোভ পরিস্থিতি এখন ‘সম্পূর্ণ নিয়ন্ত্রণে’ এসেছে বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি অভিযোগ করেছেন, সামরিক হস্তক্ষেপের অজুহাত খুঁজতে পশ্চিমা শক্তি শান্তিপূর্ণ বিক্ষোভকে সহিংস ও রক্তাক্ত করে তুলেছে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন মতে, সোমবার (১২ জানুয়ারি) তেহরানে বিদেশি কূটনীতিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি করেন। তবে দাবির সপক্ষে তিনি কোনো প্রমাণ দেননি।

টানা ১৬ দিন ধরে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে প্রকৃত পরিস্থিতি যাচাই করা কঠিন হয়ে পড়েছে। তবে প্রকাশ্যে আসা সীমিত ভিডিওতে দেখা গেছে, কঠোর দমন-পীড়নের মধ্যেও বিক্ষোভ অব্যাহত রয়েছে।

মুদ্রার দরপতনের জেরে তেহরানের ব্যবসায়ীদের শুরু করা এই আন্দোলন এখন সরকার পতনের বিক্ষোভে রূপ নিয়েছে। পরিস্থিতি সামাল দিতে কর্তৃপক্ষ ব্যাপক বলপ্রয়োগ করছে বলে দাবি করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও মানবাধিকার সংস্থা।

এদিকে সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সরকার সমর্থকদের বিশাল মিছিল প্রচার করা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের ‘জাতীয় প্রতিরোধ’ কর্মসূচির ডাকে সাড়া দিয়ে তাঁরা মিছিলে ‘আমেরিকা নিপাত যাক’ স্লোগান দেন।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান আলোচনার প্রস্তাব দিয়েছে। তবে দমন অভিযানের কারণে তিনি দেশটির বিরুদ্ধে ‘খুবই শক্তিশালী’ সামরিক পদক্ষেপের বিষয়টি বিবেচনা করছেন।

Ad 300x250

সম্পর্কিত