leadT1ad

ইরানে বিক্ষোভে ৩৬ নিরাপত্তাকর্মী নিহত

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ২০: ২৯
বিপ্লবী গার্ডের এক সদস্যের মরদেহ নিয়ে যাচ্ছেন স্বজনরা। ছবি: সংগৃহীত

ইরানে অর্থনৈতিক সংকটের প্রতিবাদে চলমান বিক্ষোভে নিরাপত্তাবাহিনীর ৩৬ জন সদস্য নিহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বরাতে আল-জাজিরা জানিয়েছে, ইসফাহান প্রদেশে ৩০ জন ও পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহ প্রদেশে ৬ পুলিশ ও নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন।

অন্যদিকে আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, দেশজুড়ে সহিংসতায় সব মিলিয়ে ১০৯ জন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। এছাড়া গোলেস্তান প্রদেশের গোরগানে রেড ক্রিসেন্টের একটি ত্রাণ ভবনে হামলায় এক কর্মী নিহত হয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি।

রাষ্ট্রীয় গণমাধ্যম আরও জানায়, শনিবার রাতে পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরে একটি মসজিদে অগ্নিসংযোগ করা হয়েছে। দ্রব্যমূল্য ও মুদ্রাস্ফীতির প্রতিবাদে হাজারো মানুষ রাস্তায় নামার পর কর্তৃপক্ষ বিক্ষোভ দমনে কঠোর পদক্ষেপ নিচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, দাঙ্গা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। তবে অ্যাটর্নি জেনারেল হুঁশিয়ারি দিয়েছেন, সহিংসতায় জড়িতদের মৃত্যুদণ্ড হতে পারে। শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি বিক্ষোভকারীদের কর্মকাণ্ডকে জঙ্গি গোষ্ঠী আইএসের সঙ্গে তুলনা করেছেন।

তেহরান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হাসান আহমাদিয়ান আল জাজিরাকে বলেন, দুই সপ্তাহ আগে শুরু হওয়া বিক্ষোভ গত বৃহস্পতিবার সহিংস রূপ নেয়। দিনটিকে তিনি ‘ইরানের অন্যতম ভীতিকর দিন’ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, মানুষ সহিংসতা থেকে সরে আসছে। অধিকাংশ ইরানি অর্থনৈতিক অবস্থায় অখুশি হলেও সহিংসতা সমর্থন করেন না।

রোববার এক সাক্ষাৎকারে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দাঙ্গার মাধ্যমে ইরানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। তিনি জনগণকে ‘দাঙ্গাবাজ ও সন্ত্রাসীদের’ থেকে দূরে থাকার আহ্বান জানান।

Ad 300x250

সম্পর্কিত