leadT1ad

‘আমিই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট’, ট্রাম্পের আদালতে মাদুরো

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের ডিইএ এজেন্টদের পাহারায় হেলিকপ্টার থেকে নামছেন নিকোলাস মাদুরো ও সিলিয়া ফ্লোরেস। ছবি: সিএনএন

ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যুক্তরাষ্ট্রের আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। সোমবার (৫ জানুয়ারি) মাদক পাচার ও নার্কো-টেররিজমের অভিযোগে নিউইয়র্কের ফেডারেল আদালতে তাঁকে হাজির করা হয়। বিচারকের সামনে দাঁড়িয়ে তিনি নিজেকে ‘ভদ্রলোক’ এবং নিজ দেশের বৈধ প্রেসিডেন্ট হিসেবে দাবি করেন।

দুপুরে নীল রঙের কয়েদি পোশাকে মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আদালতে নেওয়া হয়। বিচারক আলভিন কে হেলারস্টাইনের সামনে মাদুরো বলেন, ‘আমি নির্দোষ। আমি কোনো অপরাধ করিনি। আমি একজন ভদ্র মানুষ এবং আমার দেশের প্রেসিডেন্ট। আমাকে অপহরণ করা হয়েছে।’

মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসও আদালতে নিজেকে ‘ফার্স্ট লেডি’ হিসেবে পরিচয় দেন। তিনিও সব অভিযোগ অস্বীকার করে নিজেকে ‘সম্পূর্ণ নির্দোষ’ দাবি করেন। ফ্লোরেসের আইনজীবী আদালতকে জানান, তাঁর মক্কেলের বুকে গুরুতর আঘাত বা হাড় ভাঙার আশঙ্কা রয়েছে। তাঁর জরুরি চিকিৎসার প্রয়োজন হতে পারে।

মাদুরোর আইনজীবী ব্যারি জে পোলক শুনানিতে তাঁর মক্কেলের গ্রেপ্তারের বৈধতা চ্যালেঞ্জ করেন। তিনি বলেন, একটি সার্বভৌম রাষ্ট্রের প্রধান হিসেবে মাদুরো বিশেষ সুবিধাপ্রাপ্ত। তাঁকে ‘সামরিক কায়দায় অপহরণ’ করার বিষয় নিয়ে আইনি লড়াই চলবে বলে জানান তিনি।

উভয় পক্ষ আপাতত জামিন আবেদন না করায় মাদুরো দম্পতিকে কারাগারেই থাকতে হচ্ছে। আদালত মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৭ মার্চ দিন ধার্য করেছেন।

এদিকে বাবার আটকের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মাদুরোর ছেলে ও ভেনেজুয়েলার কংগ্রেস সদস্য নিকোলাস মাদুরো গেরা। পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘রাষ্ট্রপ্রধানকে অপহরণ করা যদি স্বাভাবিক হয়ে যায়, তবে কোনো দেশই নিরাপদ নয়। আজ ভেনেজুয়েলা, কাল অন্য যে কেউ হতে পারে।’ তিনি একে বৈশ্বিক রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি বলে অভিহিত করেন।

Ad 300x250

সম্পর্কিত