leadT1ad

যুক্তরাষ্ট্রের আদালতে মাদুরো দম্পতি

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ২১: ১৯
যুক্তরাষ্ট্রের ডিইএ এজেন্টদের পাহারায় হেলিকপ্টার থেকে নামছেন নিকোলাস মাদুরো ও সিলিয়া ফ্লোরেস। ছবি: সিএনএন

মাদক-সন্ত্রাসবাদের অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতে তোলা হয়েছে ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। সোমবার (৫ জানুয়ারি) নিউইয়র্কের আদালতে তাঁকে হাজির করা হয়েছে বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএন।

মাদুরো ছাড়াও তাঁর স্ত্রী, ছেলে এবং আরও তিনজনের বিরুদ্ধে মাদক কার্টেলের সঙ্গে জড়িত থাকা ও যুক্তরাষ্ট্রে কোকেন পাচারের অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাঁদের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় দুপুরে বিচারকের সামনে মাদুরো ও তাঁর স্ত্রীর সংক্ষিপ্ত শুনানির কথা রয়েছে।

মাদুরো ও ফ্লোরেসকে বহন করতে গাড়িবহর ও হেলিকপ্টার ব্যবহার করা হয়েছে। ভিডিও ফুটেজে তাঁদের তামাটে রঙের পোশাকে দেখা গেছে। যুক্তরাষ্ট্রের ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশনের (ডিইএ) সশস্ত্র এজেন্টরা তাঁদের ঘিরে রেখেছিলেন।

সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, আদালতে মাদুরোর প্রথম শুনানির জন্য সরকারি আইনজীবী ডেভিড উইকস্ট্রমকে নিয়োগ দেওয়া হয়েছে। মাদুরোর আইনজীবীরা তাঁর গ্রেপ্তারের বৈধতা চ্যালেঞ্জ করবেন বলে ধারণা করা হচ্ছে। তাঁরা যুক্তি দেবেন, সার্বভৌম রাষ্ট্রপ্রধান হিসেবে মাদুরো বিচারের আওতামুক্ত। তবে যুক্তরাষ্ট্র তাঁকে ভেনেজুয়েলার বৈধ নেতা হিসেবে স্বীকৃতি দেয় না।

এর আগে স্থানীয় সময় গত শুক্রবার এক সামরিক অভিযানে মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিউইয়র্কে নিয়ে যায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। এরপর যুক্তরাষ্ট্রের ফেডারেল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। নিউইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট ফেডারেল আদালতে মাদুরো দম্পতিকে হাজির করা হবে বলে জানানো হয়। মামলা পরিচালনার দায়িত্ব পেয়েছেন বিচারক আলভিন কে হেলারস্টাইন।

Ad 300x250

সম্পর্কিত