leadT1ad

আন্তর্জাতিক আইন নিয়ে মাথা ব্যথা নেই ট্রাম্পের

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এক্স থেকে নেওয়া

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এতদিন কর্মকাণ্ড দিয়ে প্রকাশ করেছেন তিনি আন্তর্জাতিক আইনের ধার ধারেন না। এবার প্রকাশ্যেই বলেছেন, তিনি আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করেন না।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) তিনি বলেছেন, তাঁর আন্তর্জাতিক আইনের দরকার নেই। নিজের নীতিই যথেষ্ট।

আজ শুক্রবার (৯ জানুয়ারি) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে আনার পর তাঁকে আন্তর্জাতিক আইনের বিষয়ে প্রশ্ন করা হয়েছিল। তাঁকে প্রশ্ন করা হয়েছিল, বিশ্বব্যাপী তাঁর যে আগ্রাসী নীতি তার ক্ষেত্রে আন্তর্জাতিক আইনের বিষয়টি মাথায় রাখেন কিনা। উত্তরে তিনি আন্তর্জাতিক আইনের বিষয়টি উড়িয়ে দিয়ে বলেন, তাঁর ‘নিজস্ব নীতি’ই আগ্রাসী মনোভাবকে নিয়ন্ত্রণে যথেষ্ট।

ট্রাম্প বলেন, আমার আন্তর্জাতিক আইনের দরকার নেই। আমি মানুষকে আঘাত দিতে চাই না।

আন্তর্জাতিক আইন মেনে চলার প্রয়োজনীয়তা নিয়ে করা এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তা নির্ভর করে ‘আন্তর্জাতিক আইনের সংজ্ঞা আপনি কীভাবে দিচ্ছেন তার উপর।

শুধু তাই নয়, মার্কিন পররাষ্ট্র নীতির লক্ষ্য পূরণে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কঠোর ব্যবহারের ইঙ্গিতও দিয়েছেন ট্রাম্প।

এর আগে, গত শনিবার ভোরে ভেনেজুয়েলায় ভয়াবহ আক্রমণ চালায় যুক্তরাষ্ট্র। রাজধানী কারাকাসজুড়ে এবং ভেনেজুয়েলার সামরিক ঘাঁটিগুলোতে একযোগে হামলা চালায় মার্কিন সেনারা। এরপর মার্কিন সেনারা লাতিন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে আনে। সমালোচকরা বলছেন, মার্কিন সেনাদের এই কাজ জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন। জাতিসংঘ সনদে স্পষ্ট করে বলা আছে, কোনো দেশের অখণ্ডতা ও রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে হুমকি বা সামরিক শক্তির প্রয়োগ নিষিদ্ধ।

ভেনেজুয়েলায় চালানো সাম্প্রতিক হামলা মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধংদেহী মনোভাবকে যেন আরও উসকে দিয়েছে। অথচ গত মাসেই তিনি প্রথমবারের মতো প্রবর্তিত ‘ফিফা শান্তি পুরস্কার’ পেয়েছিলেন।

ভেনেজুয়েলায় হামলার পর ট্রাম্প ঘোষণা দেন, এখন থেকে যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা ‘চালাবে’ এবং দেশটির বিশাল তেল সম্পদ কাজে লাগাবে। তবে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রোদ্রিগেজের সঙ্গে সহযোগিতার ভিত্তিতে কাজ করবে।

আবার ট্রাম্প প্রশাসন এও জানিয়েছে, তারা অন্তর্বর্তীকালীন সরকারকে নীতি নির্ধারণে ‘নির্দেশ’ দেবে। একই সঙ্গে মার্কিন দাবি মানতে অবাধ্য হলে আবারও সামরিক পদক্ষেপ নেওয়া হবে। গত রোববার ‘দ্য আটলান্টিক’-কে দেওয়া এক সাক্ষাৎকারে রোদ্রিগেজ সম্পর্কে ট্রাম্প বলেন, সে যদি সঠিক কাজ না করে, তবে তাকে বড় মাসুল গুণতে হবে; সম্ভবত মাদুরোর চেয়েও বড় মূল্য।

এদিকে, চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প কলম্বিয়ার বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর বিরুদ্ধেও হামলার ইঙ্গিত দিয়েছেন। পাশাপাশি ড্যানিশ ভূখণ্ড গ্রিনল্যান্ড দখলের প্রচারণাও জোরদার করেছেন তিনি।

Ad 300x250

সম্পর্কিত