leadT1ad

ট্রাম্পকে নিজের চরকায় তেল দেওয়ার পরামর্শ খামেনির

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

আয়াতুল্লাহ খামেনি। সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিজের দেশের সমস্যার দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ইরানে চলমান বিক্ষোভ নিয়ে ট্রাম্পের সতর্কবার্তার জবাবে শুক্রবার (৯ জানুয়ারি) তিনি এ মন্তব্য করেন।

এর আগে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের পরিস্থিতির ওপর ‘নিবিড় নজর’ রাখছে। অতীতে যেভাবে বিক্ষোভকারীদের হত্যা করা হয়েছে, এবার তেমন হলে ইরানকে ‘কঠিন আঘাত’ করা হবে বলে হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট।

জবাবে খামেনি বলেন, ট্রাম্পের হাত হাজারো ইরানির রক্তে রঞ্জিত। তিনি ভবিষ্যদ্বাণী করেন, ১৯৭৯ সালের বিপ্লবের আগে যেভাবে রাজতন্ত্র উৎখাত হয়েছিল, ‘অহংকারী’ মার্কিন নেতারও একই দশা হবে।

খামেনি অভিযোগ করেন, বিক্ষোভকারীরা ট্রাম্পের হয়ে কাজ করছে ও সরকারি সম্পত্তিতে হামলা চালাচ্ছে। তেহরান কোনোভাবেই ‘বিদেশিদের ভাড়াটে’ হিসেবে কাজ করা ব্যক্তিদের সহ্য করবে না বলে তিনি সাফ জানিয়ে দেন।

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন প্রায় দুই সপ্তাহে গড়িয়েছে। শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভকারীরা ‘স্বৈরাচারের মৃত্যু চাই’ স্লোগান দেয় ও সরকারি ভবনে আগুন ধরিয়ে দেয়।

বিক্ষোভ দমনে বৃহস্পতিবার রাত থেকে ইরানে ইন্টারনেট সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করা হয়েছে। ইন্টারনেট মনিটরিং সংস্থা নেটব্লকস জানিয়েছে, টানা ১২ ঘণ্টা ধরে দেশটিতে ব্ল্যাকআউট চলছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা এইচআরএএনএ জানিয়েছে, সহিংসতায় অন্তত ৩৪ জন বিক্ষোভকারী ও ৪ জন নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। গ্রেপ্তার করা হয়েছে ২ হাজার ২০০ জনকে। বিশ্লেষকরা বলছেন, এই বিক্ষোভ বর্তমান ব্যবস্থার প্রতি মানুষের গভীর অনাস্থার বহিঃপ্রকাশ।

কর্তৃপক্ষ বিক্ষোভ মোকাবিলায় দ্বিমুখী নীতি নিয়েছে। তারা বলছে, অর্থনীতির সংকট নিয়ে প্রতিবাদ বৈধ ও আলোচনার মাধ্যমে সমাধান হবে। তবে রাজপথে সহিংসতার জবাবে টিয়ারশেল ও কঠোর শক্তি প্রয়োগ অব্যাহত রয়েছে।

Ad 300x250

সম্পর্কিত