leadT1ad

ট্রাম্পের সঙ্গে দেখা করতে ওয়াশিংটন যাচ্ছেন মাচাদো

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

ডোনাল্ড ট্রাম্প ও মারিয়া কোরিনা মাচাদো। ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। সেই জন্য আগামী সপ্তাহে ওয়াশিংটন যাচ্ছেন মাচাদো।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিজেই জানিয়েছে ট্রাম্প।

ভেনেজুয়েলায় হামলা ও দেশটির প্রেসিডেন্টকে তুলে আনার পর মাচাদোর সঙ্গে সাক্ষাতের কোনো পরিকল্পনা আছে কিনা, এমন প্রশ্নে ট্রাম্প বলেন, 'আমি জানি আগামী সপ্তাহের কোনো একসময় তিনি আসছেন। আমি তাঁকে শুভেচ্ছা জানাতে অপেক্ষায় আছি।'

তবে ট্রাম্পের সঙ্গে মাচাদোর এই সাক্ষাতের ব্যাপারে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি হোয়াইট হাউস। গত অক্টোবরে শান্তিতে নোবেল পাওয়ার পর মাচাদোর এটাই হবে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে প্রথম সাক্ষাৎ। এর আগে চলতি সপ্তাহের শুরুতে মাচাদো জানান, নোবেল পাওয়ার পর মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে তাঁর কথা হয়নি।

এদিকে, ভেনেজুয়েলায় নিকোলাস মাদুরো সরকারের পতনের পর দেশটির ভবিষ্যৎ কোন দিকে যাবে তা নিয়ে এখনো পরিষ্কার কোনো রূপরেখা দেখা যায়নি। ট্রাম্প অবশ্য মাচাদোর সঙ্গে কাজ করার বিষয়টিও উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, দেশে তাঁর (মাচাদো) সমর্থন নেই বা তাঁকে সম্মান করে না।

ফক্স নিউজকে ট্রাম্প জানিয়েছেন, বর্তমানে অন্তর্বর্তী ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রোদ্রিগেজের নেতৃত্বাধীন সরকারের জন্য নির্বাচন অনুষ্ঠানের জন্য ভেনেজুয়েলাকে অপেক্ষা করতে হবে।

ট্রাম্প বলেন, দেশটিকে আমাদের পুনরায় গড়তে হবে। তাঁরা নির্বাচন করতে পারেনি। এমনকি তারা জানেও না কিভাবে এখন একটি নির্বাচন করতে হবে।

অর্গানাইজেশন অব দ্য পেট্টোলিয়াম এক্সপোর্টিং কানট্রিজের (ওপেক) সদস্য ভেনেজুয়েলা শীর্ষস্থানীয় তেল উৎপাদনকারী দেশ। আর দেশটির এই খাতটিই ট্রাম্প প্রশাসনের মূল কেন্দ্রবিন্দুতে আছে। ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ এক কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, অবিলম্বে যুক্তরাষ্ট্রে তেল বিক্রি শুরু করবে ভেনেজুয়েলা। প্রাথমিকভাবে প্রায় ৩০ মিলিয়ন থেকে ৫০ মিলিয়ন ব্যারেল বিক্রি করবে এবং তা অব্যাহত থাকবে।

ট্রাম্প জানান, তিনি আজ শুক্রবার (৯ জানুয়ারি) হোয়াইট হাউসে তেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করবেন। আর এই তেল কোম্পানিগুলোই ভেনেজুয়েলার তেল শিল্প পুনর্নিমার্ণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Ad 300x250

সম্পর্কিত