leadT1ad

যৌথ নদী কমিশনের বাংলাদেশ কমিটি পুনর্গঠন, নেতৃত্বে রিজওয়ানা হাসান

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ২২: ৪৩
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত

যৌথ নদী কমিশনের (জেআরসি) বাংলাদেশ পক্ষের কমিটি পুনর্গঠন করা হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে এই কমিটির চেয়ারম্যান করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর গ্রিন রোডের পানি ভবনে পুনর্গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান সভাপতিত্বে সভায় প্রকৌশলী সদস্য মো. আনোয়ার কাদির কমিশনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

এর আগে গত ১ ডিসেম্বর পানি সম্পদ মন্ত্রণালয় এই কমিটি পুনর্গঠন করে। কমিটিতে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে উপদেষ্টা হিসেবে রাখা হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন—পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়া অনুবিভাগের মহাপরিচালক এবং যৌথ নদী কমিশনের প্রকৌশলী সদস্য।

এছাড়া বিশেষজ্ঞ সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন বুয়েটের পানি সম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আতাউর রহমান, সাবেক সচিব ড. মাহফুজুল হক এবং সাবেক রাষ্ট্রদূত মেহদী হাসান।

Ad 300x250

সম্পর্কিত