leadT1ad

কমিটি গঠনে আর্থিক লেনদেনের অভিযোগ ‘উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি বেরোবি ছাত্রদলের

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ০০: ৩৫
বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বেরোবি ছাত্রদলের নবগঠিত কমিটির সংবাদ সম্মেলন। ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রদলের কমিটি গঠনে আর্থিক লেনদেনের অভিযোগকে ‘উদ্দেশ্যপ্রণোদিত’ ও ‘অপপ্রচার’ বলে দাবি করেছেন সংগঠনটির নেতারা। তাঁরা বলেছেন, কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি এম এম মুসাকে জড়িয়ে যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নবগঠিত কমিটির নেতারা এ দাবি করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কমিটির সহ-সভাপতি মো. তুহিন রানা বলেন, ‘ইমরান’ নামের বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী একটি বিশেষ গোষ্ঠীর প্ররোচনায় এই মিথ্যা ও মানহানিকর অভিযোগ করেছেন। কমিটি গঠনের দায়িত্বপ্রাপ্তরা সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি অভিযোগ করেন, ওই শিক্ষার্থী অপপ্রচারের মাধ্যমে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছেন।

তুহিন রানা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে ইমরানকে তাঁর অভিযোগ প্রত্যাহার করতে হবে। অন্যথায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদ সম্মেলনে শাখা ছাত্রদলের সভাপতি মো. ইয়ামিন, সাধারণ সম্পাদক জহির রায়হান ও সাংগঠনিক সম্পাদক সজিব গাজীসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) গণিত বিভাগের শিক্ষার্থী ইমরান হোসেন সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ২০ লাখ টাকার বিনিময়ে শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠিত হয়েছে। তিনি দাবি করেন, তাঁর কাছ থেকে ২ লাখ টাকা নেওয়া হয়েছিল ও পদ পেতে আরও ১০ লাখ টাকা দাবি করা হয়েছিল।

Ad 300x250

সম্পর্কিত