স্ট্রিম ডেস্ক

আসন্ন পবিত্র রমজানের আগেই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে চলমান সংকট কেটে যাবে বলে আশ্বাস দিয়েছেন অপারেটররা।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) রেল ভবনের সভাকক্ষে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সভাপতিত্বে হওয়া সভায় এই আশ্বাস দেন তাঁরা। এলপিজি’র বর্তমান বাজার পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে সভাটির আয়োজন করা হয়।
সভায় উপদেষ্টা জাতীয় নির্বাচনের আগে এবং পবিত্র রমজান মাসে যেন এলপিজির কোনো ঘাটতি না থাকে সে লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন। এক তথ্যবিবরণীতে বিষয়টি জানানো হয়।
ফাওজুল কবির খান বলেন, ‘জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে অপারেটরগণ এলপিজি আমদানির যে কমিটমেন্ট করেছেন তা যেন বাস্তবে প্রতিফলিত হয়। সে লক্ষ্য বাস্তবায়ন করতে সরকারের পক্ষ থেকেও সর্বাত্মক সহযোগিতা করা হবে।’
আর অপারেটরদের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন আন্তর্জাতিক বিরূপ পরিস্থিতির কারণে এলপিজি আমদানি বাধাগ্রস্ত হয়েছে। তবে অপারেটরদের মধ্যে কেউ অতিরিক্ত মূল্য বৃদ্ধি করছেন এরকম কোনো অভিযোগ তাঁরা অস্বীকার করেন।
উপদেষ্টাকে তাঁরা জানান, চলতি মাসে তাদের সম্ভাব্য ১ লাখ ৬৭ হাজার ৬০০ মেট্রিক টন এলপিজি আমদানির লক্ষ্যমাত্রা অর্জিত হলে এ সংকট অনেকটা কেটে যাবে।
সভায় জ্বালানি বিভাগের সচিব, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।

আসন্ন পবিত্র রমজানের আগেই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে চলমান সংকট কেটে যাবে বলে আশ্বাস দিয়েছেন অপারেটররা।
আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) রেল ভবনের সভাকক্ষে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সভাপতিত্বে হওয়া সভায় এই আশ্বাস দেন তাঁরা। এলপিজি’র বর্তমান বাজার পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে সভাটির আয়োজন করা হয়।
সভায় উপদেষ্টা জাতীয় নির্বাচনের আগে এবং পবিত্র রমজান মাসে যেন এলপিজির কোনো ঘাটতি না থাকে সে লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন। এক তথ্যবিবরণীতে বিষয়টি জানানো হয়।
ফাওজুল কবির খান বলেন, ‘জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে অপারেটরগণ এলপিজি আমদানির যে কমিটমেন্ট করেছেন তা যেন বাস্তবে প্রতিফলিত হয়। সে লক্ষ্য বাস্তবায়ন করতে সরকারের পক্ষ থেকেও সর্বাত্মক সহযোগিতা করা হবে।’
আর অপারেটরদের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন আন্তর্জাতিক বিরূপ পরিস্থিতির কারণে এলপিজি আমদানি বাধাগ্রস্ত হয়েছে। তবে অপারেটরদের মধ্যে কেউ অতিরিক্ত মূল্য বৃদ্ধি করছেন এরকম কোনো অভিযোগ তাঁরা অস্বীকার করেন।
উপদেষ্টাকে তাঁরা জানান, চলতি মাসে তাদের সম্ভাব্য ১ লাখ ৬৭ হাজার ৬০০ মেট্রিক টন এলপিজি আমদানির লক্ষ্যমাত্রা অর্জিত হলে এ সংকট অনেকটা কেটে যাবে।
সভায় জ্বালানি বিভাগের সচিব, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে ঢাকার ২০টি আসন থেকে ২৭ জন প্রার্থিতা প্রত্যাহার করেছে। মঙ্গলবার ঢাকা বিভাগীয় কমিশনার, ঢাকা জেলা প্রশাসক ও ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা তিনটি কার্যালয়ে পৃথক পৃথকভাবে এই প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করেন।
১ ঘণ্টা আগে
যশোরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত হন। পরনিহতের স্বজন ও আশপাশের কয়েকজনের পিটুনিতে হামলাকারী ব্যক্তিও নিহত হয়েছেন।
২ ঘণ্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানের সময় সাভারের আশুলিয়ায় ছয়জনের লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যার ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শেষ হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মামলাটি এখন রায়ের জন্য অপেক্ষমাণ (সিএভি) রেখেছেন।
৪ ঘণ্টা আগে
অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার বলেছেন, ‘সরকার হিসেবে যখন জাতীয় সংসদ নির্বাচন করছি তখন আমরা দল নিরপেক্ষ। কিন্তু যখন আমরা গণভোট করছি সে ক্ষেত্রে আমরা নিরপেক্ষ না। কারণ, আমরা চাচ্ছি জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাগুলো গণমানুষের দ্বারা
৪ ঘণ্টা আগে