leadT1ad

রমজানে এলপিজির সংকট কেটে যাওয়ার আশ্বাস

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬, ২২: ৫৫
পবিত্র রমজানের আগেই সংকট কেটে যাওয়ার আশ্বাস অপারেটরদের। ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র রমজানের আগেই তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) নিয়ে চলমান সংকট কেটে যাবে বলে আশ্বাস দিয়েছেন অপারেটররা।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) রেল ভবনের সভাকক্ষে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সভাপতিত্বে হওয়া সভায় এই আশ্বাস দেন তাঁরা। এলপিজি’র বর্তমান বাজার পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে সভাটির আয়োজন করা হয়।

সভায় উপদেষ্টা জাতীয় নির্বাচনের আগে এবং পবিত্র রমজান মাসে যেন এলপিজির কোনো ঘাটতি না থাকে সে লক্ষ্যে সর্বাত্মক প্রচেষ্টা চালানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেন। এক তথ্যবিবরণীতে বিষয়টি জানানো হয়।

ফাওজুল কবির খান বলেন, ‘জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে অপারেটরগণ এলপিজি আমদানির যে কমিটমেন্ট করেছেন তা যেন বাস্তবে প্রতিফলিত হয়। সে লক্ষ্য বাস্তবায়ন করতে সরকারের পক্ষ থেকেও সর্বাত্মক সহযোগিতা করা হবে।’

আর অপারেটরদের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন আন্তর্জাতিক বিরূপ পরিস্থিতির কারণে এলপিজি আমদানি বাধাগ্রস্ত হয়েছে। তবে অপারেটরদের মধ্যে কেউ অতিরিক্ত মূল্য বৃদ্ধি করছেন এরকম কোনো অভিযোগ তাঁরা অস্বীকার করেন।

উপদেষ্টাকে তাঁরা জানান, চলতি মাসে তাদের সম্ভাব্য ১ লাখ ৬৭ হাজার ৬০০ মেট্রিক টন এলপিজি আমদানির লক্ষ্যমাত্রা অর্জিত হলে এ সংকট অনেকটা কেটে যাবে।

সভায় জ্বালানি বিভাগের সচিব, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যানসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।

Ad 300x250

সম্পর্কিত