leadT1ad

হাদি হত্যায় সন্দেহভাজনদের সহায়তার অভিযোগে ভারতে ‘৫ বাংলাদেশি গ্রেপ্তার’

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৮: ৪৫
দেয়ালে আঁকা দুই হাত উঁচু করে থাকা জুলাই-বিপ্লবী শরিফ ওসমান হাদির দেয়ালচিত্র

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যায় প্রধান সন্দেহভাজন শ্যুটার ফয়সাল করিম মাসুদ এবং তাকে বহনকারী বাইকচালক আলমগীর হোসেনকে সহায়তার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) পাঁচ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দাবি করেছেন আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। আজ সোমবার (২৯ ডিসেম্বর) ভোরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন তথ্য দিয়েছেন।

গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগের পর রিকশা দিয়ে যাওয়ার সময় ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর ১৪ ডিসেম্বর দিবাগত মধ্যরাতে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনের একটি ছবি পোস্ট করে সায়ের জানান, ছবিটি ভারতের আসাম রাজ‍্যের গুয়াহাটিতে তোলা হয়েছে বলে তিনি নিশ্চিত হয়েছেন।

সেসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সে সম্পর্কে কোনো তথ্য না দিতে পারলেও দুই সপ্তাহ পরে গতকাল রোববার (২৮ ডিসেম্বর) ডিএমপির পক্ষ থেকেও নিশ্চিত করা হয়েছে, তারা ভারতে পালিয়ে গেছেন। অনানুষ্ঠানিক চ্যানেলে ভারতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করে ডিএমপি জানতে পেরেছে, এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে মেঘালয় পুলিশ। তবে তাদের নাম পরিচয় জানায়নি ডিএমপি।

এবার নাম পরিচয় তুলে ধরে পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানালেন জুলকারনাইন সায়ের। তিনি ফেসবুক পোস্টে বলেন, ‘ফয়সাল করিম মাসুদ ও তাঁর সহযোগী আলমগীর শেখকে সহায়তার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) ২৮ ডিসেম্বর ৫ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বলে বিশ্বস্ত সূত্র দাবি করেছে।’

আটককৃত ব্যক্তিরা হলেন, আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মো. মাসুদুর রহমান বিপ্লব, সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পী, মিরপুর এলাকার ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম, ছাত্রলীগ নেতা রুবেল এবং সীমান্ত এলাকায় মানবপাচারের সঙ্গে জড়িত ফিলিপস।

হাদি হত‍্যকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত ফয়সাল ও আলমগীর শেখকে গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও সূত্রের বরাতে জানান জুলকারনাইন সায়ের।

Ad 300x250

সম্পর্কিত