leadT1ad

সেন্টমার্টিন মাস্টারপ্ল্যানে পর্যটনের চেয়ে সংরক্ষণ জরুরি: রিজওয়ানা হাসান

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ২২: ০৪
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত

সেন্টমার্টিন দ্বীপের মাস্টারপ্ল্যানে পর্যটনের চেয়ে সংরক্ষণকে অগ্রাধিকার দেওয়ার নির্দেশ দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেছেন, প্রতিবেশগত সংকটাপন্ন (ইসিএ) এই দ্বীপকে বাঁচাতে দীর্ঘমেয়াদি ও টেকসই ব্যবস্থাপনা পরিকল্পনা চূড়ান্ত করতে হবে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) ঢাকায় সেন্টমার্টিন দ্বীপের মাস্টারপ্ল্যান বিষয়ক এক কৌশলগত পরামর্শ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, মাস্টারপ্ল্যানে দ্বীপ রক্ষায় করণীয় ও বর্জনীয় বিষয়গুলো স্পষ্ট থাকতে হবে। সংরক্ষণের স্বার্থে পর্যটনকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে হবে। তিনি আঞ্চলিক জনগোষ্ঠীর ওপর ব্যবসায়িক উদ্দেশ্যে আসা বহিরাগতদের আধিপত্য রোধ করার ওপর জোর দেন।

পরিকল্পনায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান রিজওয়ানা হাসান বলেন, দ্বীপবাসীদের জন্য বিকল্প কাজের সুযোগ সৃষ্টি করতে হবে। মাছ ধরা, শুঁটকি ব্যবসা ও হস্তশিল্পের পাশাপাশি সুনির্দিষ্ট ব্যবস্থাপনায় পর্যটনও বিকল্প পেশা হতে পারে।

কর্মশালায় পরিবেশসচিব ড. ফারহিনা আহমেদ জানান, অন্তর্বর্তী সরকার দ্বীপটি রক্ষায় স্বল্প ও দীর্ঘমেয়াদি বেশ কিছু উদ্যোগ নিয়েছে। এসময়ে মাস্টারপ্ল্যানের খসড়াও প্রস্তুত করা হয়েছে।

কর্মশালায় জানানো হয়, অনিয়ন্ত্রিত পর্যটন, প্রবাল আহরণ ও জলবায়ু পরিবর্তনের কারণে সেন্টমার্টিন বর্তমানে গুরুতর অবক্ষয়ের মুখে। প্রস্তাবিত মাস্টারপ্ল্যানে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু অভিযোজন এবং কমিউনিটি-ভিত্তিক ব্যবস্থাপনাকে একত্র করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর ও ইউএনডিপির সহযোগিতায় আয়োজিত এই কর্মশালায় সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান। এছাড়া কর্মশালায় ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সোনালি দয়ারত্নেসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Ad 300x250

সম্পর্কিত