স্ট্রিম প্রতিবেদক

আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকে পরদিন বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যাত্রী ছাড়া অন্য কোনো সহযাত্রী ও দর্শনার্থী (ভিজিটর) প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবা, নিরাপত্তা এবং অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সংশ্লিষ্ট সব যাত্রীকে অবহিত করা হচ্ছে। বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে আগামী ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় নির্ধারিত যাত্রী ব্যতীত সব সহযাত্রী বা দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
এ পরিপ্রেক্ষিতে সম্মানিত যাত্রীসাধারণ ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা একান্তভাবে কামনা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
এদিকে আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এই বিমানবন্দর দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে। এ উপলক্ষে দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোও বিমানবন্দর ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে।
জানা গেছে, তারেক রহমান বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এরপর রাজধানীর ৩০০ ফিট সড়কের সংবর্ধনাস্থলে যাবেন তারেক রহমান। সেখান থেকে তাঁর গুলশানের বাসভবনে যাওয়ার কথা রয়েছে।

আগামীকাল বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা থেকে পরদিন বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় যাত্রী ছাড়া অন্য কোনো সহযাত্রী ও দর্শনার্থী (ভিজিটর) প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগিব সামাদ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবা, নিরাপত্তা এবং অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সংশ্লিষ্ট সব যাত্রীকে অবহিত করা হচ্ছে। বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে আগামী ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমানবন্দর এলাকায় নির্ধারিত যাত্রী ব্যতীত সব সহযাত্রী বা দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।
এ পরিপ্রেক্ষিতে সম্মানিত যাত্রীসাধারণ ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা একান্তভাবে কামনা করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
এদিকে আগামী বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) এই বিমানবন্দর দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে। এ উপলক্ষে দলের পক্ষ থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোও বিমানবন্দর ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে।
জানা গেছে, তারেক রহমান বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। এরপর রাজধানীর ৩০০ ফিট সড়কের সংবর্ধনাস্থলে যাবেন তারেক রহমান। সেখান থেকে তাঁর গুলশানের বাসভবনে যাওয়ার কথা রয়েছে।

সংগঠনের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থানের ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।
৩৬ মিনিট আগে
ভারতের নয়াদিল্লিতে আক্রান্ত বাংলাদেশ হাইকমিশন। উগ্রপন্থী হিন্দুদের বিক্ষোভের ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে ডেকে নিয়ে নিন্দা জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম।
৩৮ মিনিট আগে
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া উপজেলায় চর দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে পুলিশের আশঙ্কা।
১ ঘণ্টা আগে
বিএনপি মহাসচিব বলেছেন, ‘বাংলাদেশ ট্রানজিশনাল প্রসেস পার হচ্ছে, এর মধ্যেই দেখা যাচ্ছে, কিছুসংখ্যক ব্যক্তি-মহল এই ট্রানজিশনাল প্রসেসকে বাধাগ্রস্ত করার জন্য ভয়ংকরভাবে চক্রান্ত করছে।’
২ ঘণ্টা আগে