leadT1ad

পাঁচ দিনের যুক্তরাষ্ট্র সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০৮: ২৫
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ছবি: সংগৃহীত

পাঁচ দিনের যুক্তরাষ্ট্র সফরে গেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। এই সফরে তিনি ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসেনের শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা স্ট্রিমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বুধবার (৭ জানুয়ারি) ওয়াশিংটনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন খলিলুর রহমান। সেখানে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, জাতীয় নির্বাচনের আগে এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে দেশের গণতান্ত্রিক উত্তরণ, নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অগ্রাধিকার পাবে। এ ছাড়া দুই দেশের মধ্যে সম্পূরক শুল্ক নিয়ে হওয়া সিদ্ধান্তের পর্যালোচনার বিষয়টিও আলোচনায় আসবে।

সফরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডারসেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠকের কথা রয়েছে। এতে সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর উপস্থিত থাকবেন। দিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও বিশেষ দূত সার্জিও গোরও বৈঠকে অংশ নেবেন।

এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গেও ড. খলিলুর রহমানের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ৯ জানুয়ারি শপথ নেবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরে এই অনুষ্ঠান হবে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অথবা উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যাঙ্গডাও শপথ পরিচালনা করবেন। অনুষ্ঠানে খলিলুর রহমান উপস্থিত থাকতে পারেন।

নতুন রাষ্ট্রদূত আগামী সপ্তাহে ঢাকায় পৌঁছাবেন বলে মার্কিন দূতাবাসের এক কর্মকর্তা জানিয়েছেন। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই তিনি দায়িত্ব নিতে বাংলাদেশে পা রাখবেন।

Ad 300x250
সর্বাধিক পঠিত

সম্পর্কিত