স্ট্রিম প্রতিবেদক

পাঁচ দিনের যুক্তরাষ্ট্র সফরে গেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। এই সফরে তিনি ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসেনের শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা স্ট্রিমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বুধবার (৭ জানুয়ারি) ওয়াশিংটনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন খলিলুর রহমান। সেখানে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, জাতীয় নির্বাচনের আগে এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে দেশের গণতান্ত্রিক উত্তরণ, নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অগ্রাধিকার পাবে। এ ছাড়া দুই দেশের মধ্যে সম্পূরক শুল্ক নিয়ে হওয়া সিদ্ধান্তের পর্যালোচনার বিষয়টিও আলোচনায় আসবে।
সফরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডারসেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠকের কথা রয়েছে। এতে সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর উপস্থিত থাকবেন। দিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও বিশেষ দূত সার্জিও গোরও বৈঠকে অংশ নেবেন।
এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গেও ড. খলিলুর রহমানের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।
ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ৯ জানুয়ারি শপথ নেবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরে এই অনুষ্ঠান হবে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অথবা উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যাঙ্গডাও শপথ পরিচালনা করবেন। অনুষ্ঠানে খলিলুর রহমান উপস্থিত থাকতে পারেন।
নতুন রাষ্ট্রদূত আগামী সপ্তাহে ঢাকায় পৌঁছাবেন বলে মার্কিন দূতাবাসের এক কর্মকর্তা জানিয়েছেন। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই তিনি দায়িত্ব নিতে বাংলাদেশে পা রাখবেন।

পাঁচ দিনের যুক্তরাষ্ট্র সফরে গেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। এই সফরে তিনি ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিসটেনসেনের শপথ অনুষ্ঠানে যোগ দিতে পারেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা স্ট্রিমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত বুধবার (৭ জানুয়ারি) ওয়াশিংটনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন খলিলুর রহমান। সেখানে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেবেন।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, জাতীয় নির্বাচনের আগে এই সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে দেশের গণতান্ত্রিক উত্তরণ, নির্বাচন ও বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অগ্রাধিকার পাবে। এ ছাড়া দুই দেশের মধ্যে সম্পূরক শুল্ক নিয়ে হওয়া সিদ্ধান্তের পর্যালোচনার বিষয়টিও আলোচনায় আসবে।
সফরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের আন্ডারসেক্রেটারি অ্যালিসন হুকারের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠকের কথা রয়েছে। এতে সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর উপস্থিত থাকবেন। দিল্লিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও বিশেষ দূত সার্জিও গোরও বৈঠকে অংশ নেবেন।
এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডন লিঞ্চের সঙ্গেও ড. খলিলুর রহমানের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।
ঢাকায় নিযুক্ত নতুন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন ৯ জানুয়ারি শপথ নেবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরে এই অনুষ্ঠান হবে। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অথবা উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যাঙ্গডাও শপথ পরিচালনা করবেন। অনুষ্ঠানে খলিলুর রহমান উপস্থিত থাকতে পারেন।
নতুন রাষ্ট্রদূত আগামী সপ্তাহে ঢাকায় পৌঁছাবেন বলে মার্কিন দূতাবাসের এক কর্মকর্তা জানিয়েছেন। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই তিনি দায়িত্ব নিতে বাংলাদেশে পা রাখবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে (ইসি) ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে।
১ ঘণ্টা আগে
পটুয়াখালীতে দিনমজুর মো.বশির শরীফকে (৩০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার বেলা ১১টার দিকে সদর উপজেলার বদরপুর ইউনিয়নের গাবুয়া গ্রাম থেকে পুলিশ ওই যুবকের মরদেহ উদ্ধার করে।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানিকালে কক্ষে অতিরিক্ত লোকজনের প্রবেশ সীমিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এক নির্দেশনায় বলা হয়েছে, প্রতিটি আপিলের ক্ষেত্রে আবেদনকারীসহ সর্বোচ্চ তিনজনের বেশি ব্যক্তি শুনানি কক্ষে প্রবেশ করতে পারবেন না।
৩ ঘণ্টা আগে
২৫০ শয্যাবিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডের অপারেশন থিয়েটারে দুই বছর ধরে রান্নাবান্না চলছে। এখানে প্রসূতিদের অপারেশন হলেও কিছু সিনিয়র স্টাফ নার্স থিয়েটারের কক্ষ রান্নাঘর ও শয়নকক্ষ হিসেবে ব্যবহার করছেন দীর্ঘদিন দিন।
৩ ঘণ্টা আগে