leadT1ad

কোনো নির্বাচনেই পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ। সংস্থাটি জানিয়েছে, জাতিসংঘের সাধারণ পরিষদের সুনির্দিষ্ট ম্যান্ডেট (অনুমোদন) ছাড়া তারা এখন আর কোনো দেশে নির্বাচন পর্যবেক্ষক পাঠায় না।

স্থানীয় সময় সোমবার (৫ জানুয়ারি) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এ তথ্য জানান জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

বাংলাদেশের নির্বাচন সংস্থাটি পর্যবেক্ষক পাঠাবে কিনা এমন প্রশ্নে ডুজারিক বলেন, ‘না, আমরা পর্যবেক্ষক পাঠাব না। সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের ম্যান্ডেট ছাড়া জাতিসংঘ নিজে পর্যবেক্ষক পাঠায় না। এটি এখন আর আমাদের কাজের অংশ নয়।’

তবে পর্যবেক্ষক না পাঠালেও নির্বানি প্রক্রিয়ায় অন্যভাবে যুক্ত থাকার ইঙ্গিত দিয়ে ডুজারিক বলেন, ‘জাতিসংঘের কান্ট্রি অফিস নির্বাচনের ক্ষেত্রে কোনো কারিগরি সহায়তা দিচ্ছে কি না, তা আমি খোঁজ নিয়ে জানাতে পারি। নির্বাচনের ক্ষেত্রে আমরা প্রায়ই এ ধরনের সহায়তা দিয়ে থাকি।’

ব্রিফিংয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৭ বছর পর দেশে ফেরার খবর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সরাসরি মন্তব্য না করে মুখপাত্র বলেন, ‘আমি খবরের মূল্যায়নকারী নই, সাংবাদিকরা খবর মূল্যায়ন করেন। তবে আমরা নির্বাচন ও বাংলাদেশের জনগণের রাজনৈতিক ভিশন ও অবাধ মতপ্রকাশের স্বাধীনতাকে সাধ্যমতো সহায়তা করব।’

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে ডুজারিক বলেন, ‘আমরা তাঁর পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

উল্লেখ্য, সর্বশেষ ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের সময় জাতিসংঘ বাংলাদেশে পর্যবেক্ষক পাঠিয়েছিল। এরপর আর কোনো নির্বাচনে সংস্থাটি সরাসরি পর্যবেক্ষক পাঠায়নি।

Ad 300x250

সম্পর্কিত