স্ট্রিম প্রতিবেদক

চাকরির গ্রেড উন্নীতের দাবি পূরণে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও বাস্তবায়ন না হওয়ায় দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি পালন করেছেন সহকারী শিক্ষকেরা।
আজ বৃহস্পতিবার দেশের প্রায় সব কটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি পালন করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ।
শামছুদ্দীন মাসুদ বলেন, ‘অর্থ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর আমাদের দেওয়া আশ্বাসের ১৬ দিন অতিবাহিত হয়ে গেছে। আপাতত ১১তম গ্রেডের প্রজ্ঞাপন জারি ও অন্যান্য দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বানে আজ সারা দেশের প্রায় সকল বিদ্যালয়ে স্বতঃস্ফূর্তভাবে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হয়েছে।’
মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ আরও বলেন, ‘অর্থ মন্ত্রণালয়ের কমিটমেন্ট অনুযায়ী আপাতত ১১তম গ্রেডসহ ৩ দফা দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় আগামী রোববার ও পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি চলবে।’
প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের তিন দফা দাবি হলো সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করা, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতার অবসান এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি।
শামছুদ্দীন মাসুদ বলছেন, অতিদ্রুত কর্তৃপক্ষ এই তিন দফা দাবি বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ না নিলে সামনের দিনে আরো কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবো।
গত ৮ নভেম্বর দাবি আদায়ে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন প্রাথমিকের শিক্ষকেরা। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে এ আন্দোলনের অংশ হিসেবে একই দিন বিকেলে শাহবাগে ‘পেন ড্রপ’ কর্মসূচি করতে গেলে পুলিশি হামলা হয়।
সরকারের আশ্বাসে ১১ নভেম্বর থেকে ক্লাসে ফেরেন শিক্ষকরা। তবে ওই ঘটনায় আহতদের মধ্যে চাঁদপুরের মতলব উত্তরের ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা আক্তার গত ১৬ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যান।
গত ২১ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিন দফা দাবি ছাড়াও ফাতেমার পরিবারের জন্য ক্ষতিপূরণসহ পূর্ণ পেনশন দেওয়ার দাবি জানান শিক্ষক নেতারা। পাশাপাশি আহত শিক্ষকদের চিকিৎসা দেওয়ার দাবি জানানো হয়।
শিক্ষকরা বলেন, আগামী ২৯ নভেম্বরের মধ্যে তিন দাবির প্রজ্ঞাপন বা দৃশ্যমান অগ্রগতি না হলে ৩০ নভেম্বর থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। যদিও গতকাল রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (বৃহস্পতিবার) থেকেই কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়।

চাকরির গ্রেড উন্নীতের দাবি পূরণে সরকারের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হলেও বাস্তবায়ন না হওয়ায় দেশের বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি পালন করেছেন সহকারী শিক্ষকেরা।
আজ বৃহস্পতিবার দেশের প্রায় সব কটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি পালন করা হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ।
শামছুদ্দীন মাসুদ বলেন, ‘অর্থ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর আমাদের দেওয়া আশ্বাসের ১৬ দিন অতিবাহিত হয়ে গেছে। আপাতত ১১তম গ্রেডের প্রজ্ঞাপন জারি ও অন্যান্য দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বানে আজ সারা দেশের প্রায় সকল বিদ্যালয়ে স্বতঃস্ফূর্তভাবে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হয়েছে।’
মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ আরও বলেন, ‘অর্থ মন্ত্রণালয়ের কমিটমেন্ট অনুযায়ী আপাতত ১১তম গ্রেডসহ ৩ দফা দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় আগামী রোববার ও পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচি চলবে।’
প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের তিন দফা দাবি হলো সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করা, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতার অবসান এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি।
শামছুদ্দীন মাসুদ বলছেন, অতিদ্রুত কর্তৃপক্ষ এই তিন দফা দাবি বাস্তবায়নে যথাযথ পদক্ষেপ না নিলে সামনের দিনে আরো কঠোর কর্মসূচী দিতে বাধ্য হবো।
গত ৮ নভেম্বর দাবি আদায়ে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন প্রাথমিকের শিক্ষকেরা। প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের ব্যানারে এ আন্দোলনের অংশ হিসেবে একই দিন বিকেলে শাহবাগে ‘পেন ড্রপ’ কর্মসূচি করতে গেলে পুলিশি হামলা হয়।
সরকারের আশ্বাসে ১১ নভেম্বর থেকে ক্লাসে ফেরেন শিক্ষকরা। তবে ওই ঘটনায় আহতদের মধ্যে চাঁদপুরের মতলব উত্তরের ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা আক্তার গত ১৬ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যান।
গত ২১ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে তিন দফা দাবি ছাড়াও ফাতেমার পরিবারের জন্য ক্ষতিপূরণসহ পূর্ণ পেনশন দেওয়ার দাবি জানান শিক্ষক নেতারা। পাশাপাশি আহত শিক্ষকদের চিকিৎসা দেওয়ার দাবি জানানো হয়।
শিক্ষকরা বলেন, আগামী ২৯ নভেম্বরের মধ্যে তিন দাবির প্রজ্ঞাপন বা দৃশ্যমান অগ্রগতি না হলে ৩০ নভেম্বর থেকে পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন শিক্ষকরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। যদিও গতকাল রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (বৃহস্পতিবার) থেকেই কর্মবিরতি পালনের ঘোষণা দেওয়া হয়।

অবৈধ সম্পদ অর্জন ও ভোগদখলের অভিযোগে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
৪ ঘণ্টা আগে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ফেসবুক পোস্টে 'চুদলিং পং' কমেন্ট করায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গুলির ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত আটটা থেকে মধ্যরাত পর্যন্ত এসব ঘটনা ঘটে।
৪ ঘণ্টা আগে
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ব্যাপক আকারে বিশেষ বিশেষ কর্মসূচির প্রস্তুতি চলছে। যথাযথ মর্যাদায় দিবসটি পালনের জন্যে অন্যান্য আয়োজনের পাশাপাশি এবার সর্বাধিক পতাকা উড়িয়ে প্যারাস্যুটিং করে বিশ্বরেকর্ড গড়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।
৫ ঘণ্টা আগে
বাবা বাসা থেকে বের হন সকাল ৭টায়। আর ৭টা ১৫ মিনিটে বোরকা পরে বাসায় ঢুকে চারদিন আগে কাজ নেওয়া আয়েশা নাম বলা ছুটা গৃহকর্মী। ৯টা ৩৬ মিনিটে স্কুল ড্রেস আর মুখে মাস্ক পরে বাসা থেকে বের হয় এক নারী।
৭ ঘণ্টা আগে