স্ট্রিম প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘কন্যাশিশুরাই আগামীর স্বপ্ন, যারা দেশ মাতৃকার কল্যাণে অকতোভয় কাজ করবে এবং বিশ্বের সামনে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করাবে।’
আজ বুধবার (৮ অক্টোবর) জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। দিবসটি উপলক্ষে তিনি দেশের সব কন্যাশিশু ও তাদের অভিভাবকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। কন্যাশিশু দিবসের এবারের প্রতিপাদ্য, ‘আমি কন্যাশিশু—স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’।
এই ব্যাপারে প্রধান উপদেষ্টা বলেন, ‘এই প্রতিপাদ্য অত্যন্ত সময়োপযোগী।’ দিবসটি উদ্যাপনের সঙ্গে যুক্ত সবাইকে তিনি ধন্যবাদ জানান।
বাণীতে ড. ইউনূস আরও বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের আকাঙ্ক্ষায় সাম্প্রতিক ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানে সম্মুখ সারিতে ছিল কিশোরী ও নারীরা। তারা আমাদের এক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে।’
তিনি আরও জানান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নারী-পুরুষ নির্বিশেষে দেশের সকল নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে কাজ করছে। সমাজে কন্যাশিশু ও ছেলে শিশুর সমতা আনতে সরকার নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশসহ বেশ কিছু সাংবিধানিক ও কাঠামোগত সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করছে।
প্রধান উপদেষ্টা বলেন, ‘দেশের মোট জনসংখ্যার প্রায় ৪৫ শতাংশ শিশু, যাদের প্রায় অর্ধেকই কন্যাশিশু। তাই ভবিষ্যতের মা ও নাগরিক হিসেবে তাদের নিরাপত্তা, মানসম্মত শিক্ষা ও পুষ্টি নিশ্চিত করতে হবে এবং দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে।’
বাণীর শেষে তিনি জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সফলতা কামনা করেন।
এদিকে, দিবসটি উপলক্ষে বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে—সকাল ৮টায় বর্ণাঢ্য র্যালি। র্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুল প্রাঙ্গণ হতে শুরু হয়ে বাংলাদেশ শিশু একাডেমিতে শেষ হবে। র্যালিতে মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ অংশ নেওয়ার কথা ছিল।
একই দিন বিকেল ৪টায় মহিলা বিষয়ক অধিদপ্তরের পঞ্চম তলার মাল্টিপারপাস হলরুমে ‘জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫’ উপলক্ষে আলোচনা সভা, শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা। এতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ প্রধান অতিথি হয়ে উপস্থিত থাকবেন।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘কন্যাশিশুরাই আগামীর স্বপ্ন, যারা দেশ মাতৃকার কল্যাণে অকতোভয় কাজ করবে এবং বিশ্বের সামনে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করাবে।’
আজ বুধবার (৮ অক্টোবর) জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন। দিবসটি উপলক্ষে তিনি দেশের সব কন্যাশিশু ও তাদের অভিভাবকদের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। কন্যাশিশু দিবসের এবারের প্রতিপাদ্য, ‘আমি কন্যাশিশু—স্বপ্ন গড়ি, সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি’।
এই ব্যাপারে প্রধান উপদেষ্টা বলেন, ‘এই প্রতিপাদ্য অত্যন্ত সময়োপযোগী।’ দিবসটি উদ্যাপনের সঙ্গে যুক্ত সবাইকে তিনি ধন্যবাদ জানান।
বাণীতে ড. ইউনূস আরও বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের আকাঙ্ক্ষায় সাম্প্রতিক ছাত্র-শ্রমিক-জনতার গণ-অভ্যুত্থানে সম্মুখ সারিতে ছিল কিশোরী ও নারীরা। তারা আমাদের এক নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে।’
তিনি আরও জানান, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার নারী-পুরুষ নির্বিশেষে দেশের সকল নাগরিকের অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে কাজ করছে। সমাজে কন্যাশিশু ও ছেলে শিশুর সমতা আনতে সরকার নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশসহ বেশ কিছু সাংবিধানিক ও কাঠামোগত সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করছে।
প্রধান উপদেষ্টা বলেন, ‘দেশের মোট জনসংখ্যার প্রায় ৪৫ শতাংশ শিশু, যাদের প্রায় অর্ধেকই কন্যাশিশু। তাই ভবিষ্যতের মা ও নাগরিক হিসেবে তাদের নিরাপত্তা, মানসম্মত শিক্ষা ও পুষ্টি নিশ্চিত করতে হবে এবং দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে।’
বাণীর শেষে তিনি জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সফলতা কামনা করেন।
এদিকে, দিবসটি উপলক্ষে বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে—সকাল ৮টায় বর্ণাঢ্য র্যালি। র্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুল প্রাঙ্গণ হতে শুরু হয়ে বাংলাদেশ শিশু একাডেমিতে শেষ হবে। র্যালিতে মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ অংশ নেওয়ার কথা ছিল।
একই দিন বিকেল ৪টায় মহিলা বিষয়ক অধিদপ্তরের পঞ্চম তলার মাল্টিপারপাস হলরুমে ‘জাতীয় কন্যা শিশু দিবস-২০২৫’ উপলক্ষে আলোচনা সভা, শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা। এতে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ প্রধান অতিথি হয়ে উপস্থিত থাকবেন।

স্ত্রী ও ৯ মাস বয়সী সন্তানকে হারানো নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৬ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
৫ ঘণ্টা আগে
কক্সবাজারের রামুতে এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৬ জানুয়ারি) রাতে ইউনিয়নের দক্ষিণ মিঠাছড়ি এলাকা থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।
৫ ঘণ্টা আগে
নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সন্ত্রাসী হামলায় ১০ থেকে ১২ জন সাংবাদিক আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকার শরীয়তপুর সাংবাদিক সমিতি। পাশাপাশি জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে সংগঠনটি।
৫ ঘণ্টা আগে
দেশীয় টেক্সটাইল ও স্পিনিং খাতকে বিপর্যয় থেকে রক্ষা করতে সুতা আমদানিতে বিদ্যমান অসম সুবিধা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ)।
৬ ঘণ্টা আগে