স্ট্রিম প্রতিবেদক

দুই দিনের মাথায় সেই আট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বদলির আদেশ বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ বাতিলসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, মঙ্গলবারে (২০ জানুয়ারি) দেওয়া আট উপজেলা নির্বাহী অফিসারের বদলির আদেশ বাতিল করা হলো।
এর আগে বুধবার (২১ জানুয়ারি) ‘নির্বাচনের আগে ৮ ইউএনওকে হঠাৎ বদলি, নানা প্রশ্ন’ শিরোনামে নিউজ প্রকাশ করে স্ট্রিম। এতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের এক মাসও বাকি নেই। এমন সময় আট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) হঠাৎ বদলি করা হয়েছে।
সংশ্লিষ্ট ব্যাক্তিরা বলছেন, এসব ইউএনওদের বিষয়ে বিভিন্ন অভিযোগ ছিল। কিন্তু সে জন্য যদি ব্যবস্থা নেওয়া হয়, তবে শুধু বদলি কোনো সমাধান হতে পারে না। কারণ, তাঁরা এখন অন্য উপজেলায় একই দায়িত্ব পালন করবেন, যা নির্বাচনের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে।
প্রজ্ঞাপন থেকে জানা যায়, এসব কর্মকর্তাদের মধ্যে বরগুনার পাথরঘাটার ইউএনও ইশরাত জাহানকে ভোলার চরফ্যাশনে, চুয়াডাঙ্গার জীবননগরের আল-আমীনকে ফরিদপুরের নগরকান্দায়, পিরোজপুরের ভান্ডারিয়ার রেহেনা আক্তারকে বগুড়ার ধুনটে ও হবিগঞ্জের বাহুবলের লিটন চন্দ্র দেকে চুয়াডাঙ্গার জীবননগরে বদলি করা হয়েছিল।
এ ছাড়া বগুড়ার ধুনটের প্রীতিলতা বর্মনকে হবিগঞ্জের বাহুবলে, নগরকান্দার মেহরাজ শারবীনকে নেত্রকোণার কলমাকান্দায়, কলমাকান্দার মাসুদুর রহমানকে ভাণ্ডারিয়ায় ও চরফ্যাশনের লোকমান হোসেনকে পাথরঘাটায় পাঠানো হয়েছিল।
সম্প্রতি নেত্রকোনার কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ইউএনও মাসুদুর রহমানের সঙ্গে লেঙ্গুরা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের বাগ্-বিতণ্ডা হয়। এ ঘটনায় সাইদুর রহমানকে রোববার (১৮ জানুয়ারি) স্থানীয় সরকার বিভাগ এক চিঠিতে সাময়িক বরখাস্ত করে।
এ ছাড়া গত ৩০ ডিসেম্বর দায়িত্বে অবহেলা ও প্রশাসনিক পক্ষপাতিত্বের অভিযোগে পাথরঘাটার ইউএনও ইশরাত জাহানকে অপসারণের দাবি জানায় বিএনপি। বরগুনা-২ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি মনোনয়নপত্র জমা দিতে গেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও ইশরাত ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণ করেন বলে অভিযোগ তোলে দলটি। পরে ইউএনওর অপসারণ দাবিতে বিক্ষোভ ও সংবাদ সম্মেলনও হয়।
আর ভান্ডারিয়ার ইউএনও রেহেনা আক্তার গণভোটে ‘না’ ভোট দিতে ভোটারদের উৎসাহিত করছেন বলে গত ১৫ জানুয়ারি নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করা হয়।

দুই দিনের মাথায় সেই আট উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) বদলির আদেশ বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ বাতিলসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, মঙ্গলবারে (২০ জানুয়ারি) দেওয়া আট উপজেলা নির্বাহী অফিসারের বদলির আদেশ বাতিল করা হলো।
এর আগে বুধবার (২১ জানুয়ারি) ‘নির্বাচনের আগে ৮ ইউএনওকে হঠাৎ বদলি, নানা প্রশ্ন’ শিরোনামে নিউজ প্রকাশ করে স্ট্রিম। এতে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের এক মাসও বাকি নেই। এমন সময় আট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) হঠাৎ বদলি করা হয়েছে।
সংশ্লিষ্ট ব্যাক্তিরা বলছেন, এসব ইউএনওদের বিষয়ে বিভিন্ন অভিযোগ ছিল। কিন্তু সে জন্য যদি ব্যবস্থা নেওয়া হয়, তবে শুধু বদলি কোনো সমাধান হতে পারে না। কারণ, তাঁরা এখন অন্য উপজেলায় একই দায়িত্ব পালন করবেন, যা নির্বাচনের স্বচ্ছতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে।
প্রজ্ঞাপন থেকে জানা যায়, এসব কর্মকর্তাদের মধ্যে বরগুনার পাথরঘাটার ইউএনও ইশরাত জাহানকে ভোলার চরফ্যাশনে, চুয়াডাঙ্গার জীবননগরের আল-আমীনকে ফরিদপুরের নগরকান্দায়, পিরোজপুরের ভান্ডারিয়ার রেহেনা আক্তারকে বগুড়ার ধুনটে ও হবিগঞ্জের বাহুবলের লিটন চন্দ্র দেকে চুয়াডাঙ্গার জীবননগরে বদলি করা হয়েছিল।
এ ছাড়া বগুড়ার ধুনটের প্রীতিলতা বর্মনকে হবিগঞ্জের বাহুবলে, নগরকান্দার মেহরাজ শারবীনকে নেত্রকোণার কলমাকান্দায়, কলমাকান্দার মাসুদুর রহমানকে ভাণ্ডারিয়ায় ও চরফ্যাশনের লোকমান হোসেনকে পাথরঘাটায় পাঠানো হয়েছিল।
সম্প্রতি নেত্রকোনার কলমাকান্দায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় ইউএনও মাসুদুর রহমানের সঙ্গে লেঙ্গুরা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের বাগ্-বিতণ্ডা হয়। এ ঘটনায় সাইদুর রহমানকে রোববার (১৮ জানুয়ারি) স্থানীয় সরকার বিভাগ এক চিঠিতে সাময়িক বরখাস্ত করে।
এ ছাড়া গত ৩০ ডিসেম্বর দায়িত্বে অবহেলা ও প্রশাসনিক পক্ষপাতিত্বের অভিযোগে পাথরঘাটার ইউএনও ইশরাত জাহানকে অপসারণের দাবি জানায় বিএনপি। বরগুনা-২ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি মনোনয়নপত্র জমা দিতে গেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ইউএনও ইশরাত ইচ্ছাকৃতভাবে কালক্ষেপণ করেন বলে অভিযোগ তোলে দলটি। পরে ইউএনওর অপসারণ দাবিতে বিক্ষোভ ও সংবাদ সম্মেলনও হয়।
আর ভান্ডারিয়ার ইউএনও রেহেনা আক্তার গণভোটে ‘না’ ভোট দিতে ভোটারদের উৎসাহিত করছেন বলে গত ১৫ জানুয়ারি নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে গুজব প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধির তাগিদ দিয়েছেন তথ্য সচিব মাহবুবা ফারজানা। এ লক্ষ্যে তিনি জেলা তথ্য কর্মকর্তাদের আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের পরামর্শ দিয়েছেন।
৮ মিনিট আগে
আগামী ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে অমর একুশে বইমেলা ২০২৬। মেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের অনুরোধের প্রেক্ষিতে স্টল ভাড়া ২৫ শতাংশ কমানোর নির্দেশনা দিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
২৮ মিনিট আগে
ডাকসু নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারী জামায়াত নেতার বিরুদ্ধে ডাকসু আইনীব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন বলে দাবী করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন।
৩২ মিনিট আগে
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন যশোর-৪ আসনের খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ মাওলানা আশেক এলাহী। জামায়াতের প্রার্থী গোলাম রসুলকে সমর্থন দিয়ে, কর্মী-সমর্থকদের তাঁর পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন আশেক এলাহী।
৩৩ মিনিট আগে