leadT1ad

শুনানির শেষ দিনে ২৩ আবেদন মঞ্জুর

স্ট্রিম ডেস্ক
স্ট্রিম ডেস্ক

বাংলাদেশ নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির শেষ দিনে ২৩টি আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (১৮ জানুয়ারি) ৬৩টি আবেদনের শুনানি শেষে এ সিদ্ধান্ত জানানো হয়।

এর মধ্যে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ২১টি আবেদন মঞ্জুর হয়েছে। এছাড়া মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে দুটি আপিল মঞ্জুর করেছে কমিশন।

শুনানিতে ৩৫টি আপিল নামঞ্জুর করা হয়েছে। এর মধ্যে বাতিলের বিরুদ্ধে ১৮টি এবং গ্রহণের বিরুদ্ধে ১৬টি আবেদন খারিজ হয়েছে। এছাড়া রিটার্নিং কর্মকর্তার বাতিলের আদেশ বহাল রাখা সংক্রান্ত একটি আপিলও নামঞ্জুর হয়।

কমিশন জানায়, শুনানিকালে তিনটি আপিল প্রত্যাহার করা হয়েছে ও দুটির সিদ্ধান্ত অপেক্ষমাণ রাখা হয়েছে।

এদিকে টানা নয় দিনের শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন দাবি করেছেন, রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানিতে কোনো পক্ষপাত করা হয়নি।

Ad 300x250

সম্পর্কিত