স্ট্রিম প্রতিবেদক

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিলে তা কবে থেকে কার্যকর হবে, এমন প্রশ্ন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
বুধবার (২৭ আগস্ট) তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনগুলোর শুনানিতে প্রধান বিচারপতি এসব মন্তব্য করেন। তাঁর নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চে মামলার শুনানি অনুষ্ঠিত হয়।
প্রধান বিচারপতি বলেছেন, আপিল বিভাগ শুধু সাময়িক সমাধানের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিতে চায় না। আমরা চাই নির্বাচনকালীন সরকার নিয়ে এমন একটি কার্যকর সমাধান, যা বারবার ব্যাহত হবে না। দেশের গণতন্ত্র সুসংহত করতে এবং দীর্ঘমেয়াদে এর ইতিবাচক প্রভাব রাখতেই পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় সৈয়দ রেফাত আহমেদ প্রশ্ন তোলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দেওয়া হলে সেটি কার্যকর হবে কোন সময় থেকে।
আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও ড. শরীফ ভুঁইয়া। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
রাজনৈতিক দল ও ছয় ব্যক্তির দাখিল করা মোট চারটি রিভিউ আবেদনের ওপর শুনানি শেষে সেদিন আপিল বিভাগ নতুন করে পূর্ণাঙ্গ আপিল শুনানির সিদ্ধান্ত দেয়।
উল্লেখ্য, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংযোজন করে ১৯৯৬ সালে জাতীয় সংসদ ত্রয়োদশ সংশোধনী পাস করে। ১৯৯৮ সালে অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ তিনজন আইনজীবী এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন।
২০০৪ সালের ৪ আগস্ট হাইকোর্ট রিট খারিজ করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বহাল রাখে। পরবর্তীতে ২০০৫ সালে আপিল করা হলে ২০১১ সালের ১০ মে আপিল বিভাগের সাত বিচারকের পূর্ণাঙ্গ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে। ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়ে যায়।
এরপর ওই রায়ের ধারাবাহিকতায় জাতীয় সংসদ ২০১১ সালের ৩০ জুন পঞ্চদশ সংশোধনী আইন পাস করে এবং ৩ জুলাই গেজেট প্রকাশিত হয়।
গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচজন।
একই বছরের ২৩ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারও রিভিউ আবেদন করেন। এছাড়া নওগাঁর রানীনগরের মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেনও গত বছর একটি আবেদন করেন।
সবগুলো আবেদন একসঙ্গে শুনে সর্বোচ্চ আদালত বুধবার পূর্ণাঙ্গ আপিল শুনানির জন্য আগামী ২১ অক্টোবর তারিখ নির্ধারণ করেছে।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিলে তা কবে থেকে কার্যকর হবে, এমন প্রশ্ন করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।
বুধবার (২৭ আগস্ট) তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনগুলোর শুনানিতে প্রধান বিচারপতি এসব মন্তব্য করেন। তাঁর নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চে মামলার শুনানি অনুষ্ঠিত হয়।
প্রধান বিচারপতি বলেছেন, আপিল বিভাগ শুধু সাময়িক সমাধানের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দিতে চায় না। আমরা চাই নির্বাচনকালীন সরকার নিয়ে এমন একটি কার্যকর সমাধান, যা বারবার ব্যাহত হবে না। দেশের গণতন্ত্র সুসংহত করতে এবং দীর্ঘমেয়াদে এর ইতিবাচক প্রভাব রাখতেই পদক্ষেপ নেওয়া হবে।
এ সময় সৈয়দ রেফাত আহমেদ প্রশ্ন তোলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে দেওয়া হলে সেটি কার্যকর হবে কোন সময় থেকে।
আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির ও ড. শরীফ ভুঁইয়া। রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।
রাজনৈতিক দল ও ছয় ব্যক্তির দাখিল করা মোট চারটি রিভিউ আবেদনের ওপর শুনানি শেষে সেদিন আপিল বিভাগ নতুন করে পূর্ণাঙ্গ আপিল শুনানির সিদ্ধান্ত দেয়।
উল্লেখ্য, সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংযোজন করে ১৯৯৬ সালে জাতীয় সংসদ ত্রয়োদশ সংশোধনী পাস করে। ১৯৯৮ সালে অ্যাডভোকেট এম সলিম উল্লাহসহ তিনজন আইনজীবী এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন।
২০০৪ সালের ৪ আগস্ট হাইকোর্ট রিট খারিজ করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বহাল রাখে। পরবর্তীতে ২০০৫ সালে আপিল করা হলে ২০১১ সালের ১০ মে আপিল বিভাগের সাত বিচারকের পূর্ণাঙ্গ বেঞ্চ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করে। ফলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত হয়ে যায়।
এরপর ওই রায়ের ধারাবাহিকতায় জাতীয় সংসদ ২০১১ সালের ৩০ জুন পঞ্চদশ সংশোধনী আইন পাস করে এবং ৩ জুলাই গেজেট প্রকাশিত হয়।
গত বছরের ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন করেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচজন।
একই বছরের ২৩ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারও রিভিউ আবেদন করেন। এছাড়া নওগাঁর রানীনগরের মুক্তিযোদ্ধা মো. মোফাজ্জল হোসেনও গত বছর একটি আবেদন করেন।
সবগুলো আবেদন একসঙ্গে শুনে সর্বোচ্চ আদালত বুধবার পূর্ণাঙ্গ আপিল শুনানির জন্য আগামী ২১ অক্টোবর তারিখ নির্ধারণ করেছে।

স্ত্রী ও ৯ মাস বয়সী সন্তানকে হারানো নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৬ জানুয়ারি) বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভূঞার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।
৩ ঘণ্টা আগে
কক্সবাজারের রামুতে এক ইজিবাইক চালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৬ জানুয়ারি) রাতে ইউনিয়নের দক্ষিণ মিঠাছড়ি এলাকা থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।
৩ ঘণ্টা আগে
নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সন্ত্রাসী হামলায় ১০ থেকে ১২ জন সাংবাদিক আহত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ঢাকার শরীয়তপুর সাংবাদিক সমিতি। পাশাপাশি জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে সংগঠনটি।
৩ ঘণ্টা আগে
দেশীয় টেক্সটাইল ও স্পিনিং খাতকে বিপর্যয় থেকে রক্ষা করতে সুতা আমদানিতে বিদ্যমান অসম সুবিধা অবিলম্বে বন্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস এসোসিয়েশন (বিটিএমএ)।
৪ ঘণ্টা আগে