leadT1ad

খালেদা জিয়ার সমাধিতে জাবি উপাচার্যসহ বিএনপিপন্থী শিক্ষকদের শ্রদ্ধা

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

খালেদা জিয়ার সমাধিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। সংগৃহীত ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান ও বিএনপিপন্থী শিক্ষকেরা।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর জিয়া উদ্যানে বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম (এনটিএফ) ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এ সময় খালেদা জিয়ার জন্য ফাতেহা ও দোয়া পাঠ করা হয়।

এনটিএফের সাধারণ সম্পাদক ও বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন স্ট্রিমকে বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে খালেদা জিয়া একটি সার্বজনীন নাম। তিনি শুধু বিএনপির নন, এই দেশের সর্বোস্তরের জনসাধারণের নেত্রী; সেটি ওনার জানাজায় প্রমাণিতও হয়েছে। তাঁর সমাধিতে এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে আজ আমরা শ্রদ্ধা জানিয়েছি। আমাদের সাথে বিশ্ববিদ্যায়ের প্রশাসনও উপস্থিত ছিল।’

শ্রদ্ধা নিবেদনের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব, এনটিএফের সভাপতি অধ্যাপক শামছুল আলম সেলিম, সহ-সভাপতি অধ্যাপক ছালেহ আহম্মেদ খান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক বোরহান উদ্দীন ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. নজরুল ইসলাম প্রমুখ।

Ad 300x250

সম্পর্কিত