leadT1ad

ইউপি সদস্যের বাড়িতে বিরল প্রজাতির ভালুক-হরিণ

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
খাগড়াছড়ি

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১৯: ২৭
সাবেক ইউপি সদস্য নবদ্বীপ চাকমার বাড়ি থেকে উদ্ধার মায়া হরিণ। স্ট্রিম ছবি

খাগড়াছড়ি সদরে সাবেক ইউনিয়ন পরিষদের এক সদস্যের বাড়ি থেকে বিরল প্রজাতির এশীয় কালো ভালুক, ছয়টি মায়া হরিণ ও দুটি বানর উদ্ধার করেছে বন বিভাগ।

কর্মকর্তারা জানিয়েছেন, বন থেকে বিভিন্ন সময় ধরে এনে এগুলো লালনপালন করেছেন সদর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য নবদ্বীপ চাকমা। খবর পেয়ে মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার তেঁতুলতলা এলাকার একটি বাগানবাড়ি থেকে এসব বন্যপ্রাণী উদ্ধার করা হয়।

খাগড়াছড়ি বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) ফরিদ মিঞা জানান, উদ্ধার প্রাণীগুলো কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কের প্রাকৃতিক বনে অবমুক্ত করার জন্য হস্তান্তর করা হয়েছে।

সাবেক ইউপি সদস্য নবদ্বীপ চাকমার বাড়ি থেকে উদ্ধার বিরল কালো ভালুক। স্ট্রিম ছবি
সাবেক ইউপি সদস্য নবদ্বীপ চাকমার বাড়ি থেকে উদ্ধার বিরল কালো ভালুক। স্ট্রিম ছবি

তিনি বলেন, ‘বিভিন্ন সময় বন থেকে ধরে এনে এসব বন্যপ্রাণী লালনপালন করা হচ্ছিল। বিষয়টি জানার পর খাগড়াছড়ি বন বিভাগ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, চট্টগ্রাম টিমের যৌথ উদ্যোগে প্রাণীগুলো উদ্ধার করা হয়।’

খাগড়াছড়ি বন বিভাগ বন্যপ্রাণী সংরক্ষণে নিয়মিত কাজ করে যাচ্ছে বলেও জানান বন কর্মকর্তা ফরিদ মিঞা।

এ ব্যাপারে নবদ্বীপ চাকমা বলেন, এলাকার কিছু মানুষ বন্যপ্রাণী ধরতে গিয়ে মেরে ফেলত। অনেক সময় আমাকে খবর দেওয়া হতো। এভাবে প্রাণীগুলো রক্ষা করার জন্য আমি লালনপালন করি এবং পরে বন বিভাগকে জানাই।

উদ্ধার প্রাণীগুলো কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে অবমুক্ত করা হবে। স্ট্রিম ছবি
উদ্ধার প্রাণীগুলো কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্কে অবমুক্ত করা হবে। স্ট্রিম ছবি

বন্যপ্রাণী হত্যা বা ধরা দণ্ডনীয় অপরাধ। এগুলোর স্বাভাবিক বিচরণের জন্য বনাঞ্চল উপযুক্ত স্থান বলে মন্তব্য করেন তিনি।

Ad 300x250

সম্পর্কিত