leadT1ad

গণহত্যায় উসকানির অভিযোগ: সালমান-আনিসুলকে ট্রাইব্যুনালে হাজির

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৫, ১১: ৫৭
বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান। ছবি: বাসস

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে কারফিউ চলাকালে ছাত্র-জনতাকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

আজ রোববার (৭ ডিসেম্বর) সকালে কড়া নিরাপত্তার মধ্যে কারাগার থেকে প্রিজনভ্যানে করে এই দুই প্রভাবশালী নেতাকে ট্রাইব্যুনালে আনা হয়। আজ এই মামলায় তাঁদের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করার কথা রয়েছে।

এর আগে গত ৪ ডিসেম্বর এই মামলায় সালমান ও আনিসুলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে শুনানি শেষে তা আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেল।

প্রসিকিউশনের তথ্যমতে, জুলাই গণঅভ্যুত্থানের সময় আনিসুল হক ও সালমান এফ রহমান টেলিফোনে কথোপকথন করেছিলেন। ওই ফোনালাপের একপর্যায়ে কারফিউ চলাকালে আন্দোলনকারীদের ‘শেষ করে দিতে হবে’ বলে তাঁরা মতপ্রকাশ করেন।

প্রসিকিউশন দাবি করেছে, তাঁদের এই বক্তব্যের পরই ২০২৪ সালের ১৯ জুলাইসহ পরবর্তী সময়ে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যা করা হয়। তাঁদের ওই কথোপকথন এসব হত্যাকাণ্ডে প্রত্যক্ষ উসকানি হিসেবে কাজ করেছে এবং তাঁরা মানবতাবিরোধী অপরাধে সম্পৃক্ত ছিলেন।

উল্লেখ্য, গত বছরের ১৩ আগস্ট পালানোর সময় সালমান এফ রহমান ও আনিসুল হক গ্রেপ্তার হন। এরপর থেকে হত্যাসহ একাধিক মামলায় তাঁরা কারাগারে রয়েছেন। আজ মানবতাবিরোধী অপরাধের মামলায় তাঁদের ট্রাইব্যুনালে হাজির করা হলো।

Ad 300x250

সম্পর্কিত