leadT1ad

ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের ডিসি মাসুদের হুঁশিয়ারি

‘আর সহ্য করা হবে না, আসা মাত্রই সাইজ করা হবে’

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

কথা বলছেন ডিসি মাসুদ

মৌখিক ‘শান্তিচুক্তির’ এক মাস না পেরোতেই আবারও সংঘর্ষে জড়িয়েছে রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম। শিক্ষার্থীরা সংঘর্ষের জন্য ক্যাম্পাসের বাইরে আসা মাত্রই তাঁদের ‘সাইজ করা’ হবে বলেও ঘোষণা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ চলাকালে ঢাকা কলেজের ‘বিজয় ৭১’ ও ‘শঙ্খনীল’ নামের দুটি বাস ভাংচুর করে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এরপর পুলিশ অ্যাকশনে গেলে ছত্রভঙ্গ হয়ে পড়ে শিক্ষার্থীরা।

একপর্যায়ে পুলিশের সঙ্গে আলোচনা শেষে ফিরে যায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তবে সেসময় সায়েন্সল্যাব মোড়ে জড়ো হতে থাকে আইডিয়াল কলেজের শতাধিক শিক্ষার্থী। পড়ে পুলিশ তাদেরও ছত্রভঙ্গ করে দেয়।

এসময় ঘটনা স্থলে আসেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মাসুদ আলম। উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, ‘রাগ-অভিমান থেকে দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ হয়েছে। পুলিশ টিয়ারশেল দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। আমরা অনেক টলারেট করেছি, আর সহ্য করা হবে না। আসা মাত্রই সাইজ করা হবে। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

প্রসঙ্গত, গত ৯ নভেম্বর নিউ মার্কেট থানার উদ্যোগে বিবাদে না জড়ানোর অঙ্গীকার করে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে ‘শান্তিচুক্তি’ হয়েছিল।

Ad 300x250

সম্পর্কিত