leadT1ad

ভারত থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল কিনছে সরকার

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১৯: ০৪
প্রতীকী ছবি

চলতি বছর ভারত থেকে এক লাখ ৮০ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নুমালীগড় রিফাইনারি লিমিটেড (এনআরএল) থেকে এই জ্বালানি কিনতে খরচ হবে ১ হাজার ৪৬১ কোটি ৭৬ লাখ টাকা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নিজস্ব বাজেট ও ব্যাংক ঋণের মাধ্যমে এই অর্থ সংস্থান করা হবে।

বিপিসির প্রস্তাবে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর সময়ের মধ্যে এই ডিজেল আমদানি করা হবে। প্রতি ব্যারেল ডিজেলের প্রিমিয়াম ধরা হয়েছে ৫ দশমিক ৫০ মার্কিন ডলার। ২০১৬ সাল থেকে চলমান ১৫ বছর মেয়াদি চুক্তির আওতায় ও ২০২৩ সালের মার্চ থেকে চালু হওয়া ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে এই জ্বালানি আসবে।

এদিকে ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ায় বাংলাদেশে টুর্নামেন্টটির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে ভারত থেকে তেল কেনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান স্পষ্ট করেন, নুমালীগড় থেকে ডিজেল আনার চুক্তিটি ১৫ বছরের এবং অনেক আগের। সেই চুক্তির ধারাবাহিকতাতেই এই আমদানি করা হচ্ছে। এর সঙ্গে বর্তমান পরিস্থিতির কোনো সম্পর্ক নেই।

Ad 300x250

সম্পর্কিত