leadT1ad

কফিনে ফিরলেন সুদানে নিহত ৬ বীর

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক
ঢাকা

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১৫: ০৩
নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে এসে পৌঁছেছে। ছবি: সেনাবাহিনীর পেজ থেকে

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সন্ত্রাসী ড্রোন হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ দেশে এসে পৌঁছেছে। মাতৃভূমির টানে ফিরলেন তাঁরা, তবে কফিনে মোড়ানো নিথর দেহে। আজ শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বীর শহীদদের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরে শহীদদের মরদেহ গ্রহণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মরদেহ গ্রহণের সময় বিমানবন্দরে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর উপস্থিত সব সামরিক কর্মকর্তা স্যালুট প্রদানের মাধ্যমে শাহাদাতবরণকারী সহযোদ্ধাদের প্রতি রাষ্ট্রীয় সম্মান জানান।

আইএসপিআর জানিয়েছে, আগামীকাল রোববার (২১ ডিসেম্বর) ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে নিহতদের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সেনাবাহিনীর হেলিকপ্টারযোগে মরদেহগুলো তাঁদের নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হবে। সেখানে পারিবারিক আনুষ্ঠানিকতা শেষে যথাযথ সামরিক মর্যাদায় বীর শহীদদের দাফন সম্পন্ন করা হবে।

মরদেহ গ্রহণকালে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বাংলাদেশে জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (জাতিসংঘ অনুবিভাগ) এবং ওভারসিজ অপারেশন পরিদপ্তরের পরিচালক। এ ছাড়া আবেইতে মোতায়েনরত জাতিসংঘ মিশন ইউনিসেফ-এর ফোর্স কমান্ডারের প্রতিনিধি ও চিফ কমিউনিটি লিয়াজোঁ অফিসারসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

গত ১৩ ডিসেম্বর সুদানের সংঘাতপূর্ণ আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে অতর্কিত ড্রোন হামলা চালায় সন্ত্রাসীরা। সেই বর্বরোচিত হামলায় ঘটনাস্থলেই শাহাদাতবরণ করেন এই ছয় বাংলাদেশি শান্তিরক্ষী।

হামলায় আরও ৯ জন শান্তিরক্ষী আহত হয়েছিলেন। তাঁদের মধ্যে ৮ জনকে উন্নত চিকিৎসার জন্য কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত আগা খান ইউনিভার্সিটি হাসপাতালে (লেভেল–৩) ভর্তি করা হয়েছে। আশার খবর হলো, বর্তমানে চিকিৎসাধীন সবাই শঙ্কামুক্ত রয়েছেন বলে জানিয়েছে আইএসপিআর।

Ad 300x250

সম্পর্কিত