leadT1ad

১১ কেন্দ্রের ফলাফল প্রকাশ

জকসুতে ভিপি পদে এগিয়ে ছাত্রদল, জিএস-এজিএসে শিবির

স্ট্রিম সংবাদদাতা
স্ট্রিম সংবাদদাতা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ১২: ৩২
জকসু নির্বাচনে ফলাফল ঘোষণা। স্ট্রিম ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ৩৯টি কেন্দ্রের মধ্যে ১১টিতে ফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন। যার মধ্যে ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ ‘নির্ভীক জবিয়ান’ এবং জিএস ও এজিএস পদে এগিয়ে রয়েছে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান’ প্যানেল।

আজ বুধবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শহিদ সাজিদ ভবনের নিচে অবস্থিত অডিটরিয়ামের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষে ফল প্রকাশ করা হচ্ছে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, ভূগোল ও পরিবেশ, নৃবিজ্ঞান, ফ্যামেসি, লোকপ্রশাসন, ফিন্যান্স, অনুজীব বিজ্ঞান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, সিএসই, চারুকলা অনুষদ, বায়োকেমেস্টি, দর্শন—এই ১১ বিভাগের কেন্দ্রে ফলাফলে জিএস ও এজিএস পদে এগিয়ে রয়েছে শিবির-সমর্থিত প্যানেল এবং ভিপি পদে ছাত্রদল সমর্থিত প্যানেল।

ভূগোল ও পরিবেশ বিভাগের কেন্দ্রে ভিপি পদে অদম্য জবিয়ান ঐক্যের রিয়াজুল ইসলাম পেয়েছেন ১০০ ভোট এবং ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান ভিপি পদপ্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৯১ ভোট। আর জিএস পদে আব্দুল আলিম আরিফ (শিবির) ৯০ ও খাদিজাতুল কুবরা (ছাত্রদল) পেয়েছেন ৪৫ ভোট। এছাড়া এজিএস পদে মাসুদ রানা (শিবির) ৯৮ এবং বি এম আতিকুর রহমান তানজিল (ছাত্রদল) ৪৫ ভোট পেয়েছেন।

নৃবিজ্ঞান বিভাগের কেন্দ্রে ভিপি পদে রিয়াজুল ইসলাম (শিবির) পেয়েছেন ১২৮ ভোট এবং এ কে এম রাকিব (ছাত্রদল) পেয়েছেন ১১৮ ভোট। আর জিএস পদে আব্দুল আলিম আরিফ (শিবির) ১২৩ ও খাদিজাতুল কুবরা (ছাত্রদল) পেয়েছেন ৭৩ ভোট। এছাড়া এজিএস পদে মাসুদ রানা (শিবির) ১০২ এবং বি এম আতিকুর রহমান তানজিল (ছাত্রদল) ১২৬ ভোট পেয়েছেন।

লোক প্রশাসন বিভাগের ভিপি পদে রিয়াজুল ইসলাম (শিবির) ১২২, রাকিব (ছাত্রদল) ১৩২; জিএস পদে আব্দুল আলিম আরিফ (শিবির) ১২৩, খাদিজাতুল (ছাত্রদল) ৬২; এজিএস পদে মাসুদ রানা (শিবির) ১৩০ এবং বি এম আতিকুর রহমান তানজিল (ছাত্রদল) পেয়েছেন ১০৬ ভোট।

ফার্মেসী বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম (শিবির) ৭৮; এ কে এম রাকিব (ছাত্রদল) ৫৩; জিএস পদে আব্দুল আলিম আরিফ (শিবির) ৮৩, খাদিজাতুল কুবরা (ছাত্রদল) ২৬; এজিএস পদে মাসুদ রানা (শিবির) ৭৮ এবং বি এম আতিকুর রহমান তানজিল (ছাত্রদল) ৪৫ ভোট পেয়েছেন।

ফিন্যান্স বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম (শিবির) ১৩৮, এ কে এম রাকিব (ছাত্রদল) ২৩১; জিএস পদে আব্দুল আলীম আরিফ (শিবির) ১৬৩, খাদিজাতুল কুবরা (ছাত্রদল) ১১৩; এজিএস পদে মাসুদ রানা (শিবির) ১৬৩ এবং বি এম আতিকুর রহমান তানজিল (ছাত্রদল) পেয়েছেন ১৭৮ ভোট।

অনুজীব বিজ্ঞান বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম (শিবির) ৮৭, এ কে এম রাকিব (ছাত্রদল) ৪৬; জিএস পদে আব্দুল আলীম আরিফ (শিবির) ৮৫, খাদিজাতুল কুবরা (ছাত্রদল) ৩২; এজিএস পদে মাসুদ রানা (শিবির) ৮১ এবং বি এম আতিকুর রহমান তানজিল (ছাত্রদল) পেয়েছেন ৪০ ভোট।

জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম (শিবির) ৫১ এবং এ কে এম রাকিব (ছাত্রদল) ৩৯ ভোট পেয়েছেন; জিএস পদে আব্দুল আলীম আরিফ (শিবির) ৪৬ এবং খাদিজাতুল কুবরা (ছাত্রদল) ১৮ পেয়েছেন। এছাড়া এজিএস পদে মাসুদ রানা (শিবির) ৪২ এবং বি এম আতিকুর রহমান তানজিল (ছাত্রদল) পেয়েছেন ৩০ ভোট।

সিএসই বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম (শিবির) পেয়েছেন ১০৬ ভোট এবং এ কে এম রাকিব (ছাত্রদল) পেয়েছেন ৯৪ ভোট। আর জিএস পদে আব্দুল আলীম আরিফ (শিবির) পেয়েছেন ১১২ এবং খাদিজাতুল কুবরা (ছাত্রদল) ৫৩ ভোট। এজিএস পদে মাসুদ রানা (শিবির) ১০৫ এবং তানজিল (ছাত্রদল) পেয়েছেন ৮০ ভোট।

চারুকলা অনুষদে ভিপি পদে এ কে এম রাকিব (ছাত্রদল) পেয়েচেন ১০৬ভোট এবং রিয়াজুল ইসলাম (শিবির) পেয়েছেন ২১ ভোট। আর জিএস পদে ইভান তাহসীভ পেয়েছেন ৯৯ ভোট (মওলানা ভাসানী), খাদিজাতুল কুবরা (ছাত্রদল) ৩৬ এবং আব্দুল আলিম আরিফ (শিবির) পেয়েছেন ১৮ ভোট। এজিএস পদে তানজিল (ছাত্রদল) পেয়েছেন ৮২টি, মারুফ (মওলানা ভাসানী) ৪২ এবং রানা (শিবির) পেয়েছেন ১২ ভোট।

বায়োকেমিস্টি বিভাগে ভিপি পদে রিয়াজুল ইসলাম (শিবির) পেয়েছেন ৮৯ ভোট এবং এ কে এম রাকিব (ছাত্রদল) পেয়েছেন ৫৭ ভোট। আর জিএস পদে আব্দুল আলিম আরিফ (শিবির) পেয়েছেন ৯৮ ভোট এবং খাদিজাতুল কুবরা (ছাত্রদল) পেয়েছেন ৩২ ভোট। এছাড়া এজিএস পদে মাসুদ রানা (শিবির) পেয়েছেন ৯০ ভোট এবং তানজিল (ছাত্রদল) পেয়েছেন ৪২ ভোট।

দর্শন বিভাগে ভিপি পদে একেএম রাকিব (ছাত্রদল) পেয়েছেন ১৭৫ ভোট এবং রিয়াজুল ইসলাম (শিবির) ১১১ ভোট। জিএস পদে আব্দুল আলিম আরিফ (শিবির) ১৩৫ ভোট, খাদিজাতুল কুবরা (ছাত্রদল) ৮০ ভোট এবং ইভান তাহসীভ (মওলানা ভাসানী) পেয়েছেন ৫৩ ভোট। এছাড়া এজিএস পদে তানজিল (ছাত্রদল) পেয়েছেন ১২৪ এবং মাসুদ রানা (শিবির) পেয়েছেন ১১৯ ভোট।

এখন পর্যন্ত প্রকাশিত ১১টি কেন্দ্রের মোট ফলাফল

ভিপি পদে রিয়াজুল ইসলাম (শিবির) পেয়েছেন ১০৩১ এবং এ কে এম রাকিব (ছাত্রদল) পেয়েছেন ১১৪২ ভোট।

জিএস পদে আব্দুল আলিম (শিবির) পেয়েছেন ১০৪২ ভোট এবং খাদিজাতুল কুবরা (ছাত্রদল) পেয়েছেন ৫৬৯ ভোট।

এজিএস পদে মাসুদ রানা (শিবির) পেয়েছেন ১০১৭ ভোট, তানজিল (ছাত্রদল) পেয়েছেন মোট ৮৯৭ ভোট।

Ad 300x250

সম্পর্কিত