leadT1ad

নির্বাচনে অভিযোগ শুনবেন ইসির ১০ কর্মকর্তা

স্ট্রিম প্রতিবেদক
স্ট্রিম প্রতিবেদক

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ১৯: ০৬
বাংলাদেশ নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট চলাকালে যেকোনো অভিযোগ গ্রহণের জন্য ১০ জন কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৬ জানুয়ারি) ইসির জনসংযোগ শাখা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে অঞ্চলভিত্তিক কর্মকর্তাদের নাম প্রকাশ করা হয়। এর মধ্যে ঢাকা অঞ্চলের অভিযোগ শুনবেন সহকারী পরিচালক জাকির মাহমুদ। চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বে আছেন সহকারী পরিচালক মুহা. সরওয়ার হোসেন।

খুলনা অঞ্চলে উপ-পরিচালক সালাহউদ্দীন আহমদ ও রাজশাহীতে সহকারী সচিব মো. মমতাজ-আল-শিবলী দায়িত্ব পালন করবেন। বরিশাল অঞ্চলের দায়িত্ব পেয়েছেন সহকারী সচিব মোহাম্মদ আল-মামুন। সিলেটে সহকারী পরিচালক মিসবাহ উদ্দীন আহমেদ ও রংপুরে সহকারী সচিব সৈয়দ গোলাম রাশেদ অভিযোগ গ্রহণ করবেন।

এছাড়া ময়মনসিংহে জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ মুরাদ উদ্দিন হাওলাদার, ফরিদপুরে উপ-পরিচালক মোহাম্মদ নুরুল হাসান ভূঞা এবং কুমিল্লায় সহকারী পরিচালক মো. ইকরামুল হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ইসি আরও জানায়, গত ১৪ ডিসেম্বর ৩০০ আসনের জন্য বিচার বিভাগীয় কর্মকর্তাদের সমন্বয়ে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন করা হয়েছে। সংক্ষুব্ধ ব্যক্তিরা এসব কমিটির কাছেও সংশ্লিষ্ট সংসদীয় আসনের নির্বাচন সংক্রান্ত অভিযোগ দায়ের করতে পারবেন।

Ad 300x250

সম্পর্কিত